Weather: সন্ধ্যার পরেই আরও শীত! কমবে প্রায় ৫ ডিগ্রি

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে বঙ্গে ফের শীতের দাপট। আবহাওয়া (Weather)দফতরের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে শীতের শেষ ইনিংস চলবে এমনটা জানানো হয়েছিল আগেই। এবার সেই মতোই ফের এক ধাক্কায় নামল তাপমাত্রা (Weather)। এক ধাক্কায় প্রায় পাঁচ ডিগ্রি নামলো পারদ। সপ্তাহের শেষে ফিরছে শীত।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

শুক্রবার সন্ধ্যা পেরলেই বিগত কয়েকদিন অপেক্ষা বেশি ঠান্ডা অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আগামী কাল শনিবার থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষে রাজ্যে হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে বিদায় নিতে পারে শীত আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

শুক্রবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল থেকেই পরিষ্কার ছিল আকাশ। কুয়াশার প্রভাব খুব একটা দেখা যায়নি জেলাতেও। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আপাতত শীত বাড়লেও কোথাও কোনও সতর্কতার পূর্বাভাস দেয়নি, আলিপুর আবহাওয়া দফতর। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টির সম্ভবনা নেই।

আবহাওড়া কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। আবার কোনো একটি বৃহৎ অঞ্চল জুড়ে আবহাওয়ার উপদানগুলো যেমন – বায়ুর তাপ,চাপ,আদ্রতা,বৃষ্টিপাত ইত্যাদির অন্তত ৩০ থেকে ৩৫ বছরের যে সাধারণ অবস্থা (গড় অবস্থা) দেখা যায় তাকে  জলবায়ু বলে। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল একটি চলক। আবহাওয়া ও জলবায়ু নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়।

আবহাওয়া হ’ল বায়ুমণ্ডলের অবস্থা, উদাহরণস্বরূপ এটি তাপমাত্রা বা শীতল, ভেজা বা শুকনো, শান্ত বা ঝড়ো, পরিষ্কার বা মেঘলা এমন ডিগ্রি বর্ণনা করে পৃথিবীতে, বেশিরভাগ আবহাওয়া ঘটনাটি গ্রহের বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে।