নিষিদ্ধ একক পর্বতারোহণ

আন্তর্জাতিক ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপাল বরাবরই পর্বতারোহীদের স্বপ্নের গন্তব্য। বিশ্বের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্ট সহ একাধিক শৃঙ্গ এখানেই অবস্থিত। এই পর্বতশৃঙ্গ প্রতিবছর হাজার হাজার অভিযাত্রী ও ট্রেকারের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু পর্বতারোহণের রোমাঞ্চের পাশাপাশি বিপদের আশংকাও কম নয়। দুর্গম পরিবেশ, কঠিন আবহাওয়া, অক্সিজেনের অভাব, তুষারধস কিংবা ভূমিকম্প – এইসব বিপদকে মাথায় রেখেই নেপাল সরকার এক নতুন সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে নেপালে একক পর্বতারোহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নেপাল সরকার সম্প্রতি ঘোষণা করেছে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার সব পর্বতশৃঙ্গে একক অভিযান (SOLO TREKKING ) নিষিদ্ধ করা হয়েছে। সরকার জানায়, অভিযাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অন্তত দুই সদস্যের দলে একজন লাইসেন্সপ্রাপ্ত গাইড বাধ্যতামূলক। অর্থাৎ, কেউ একা এভারেস্ট বা অন্য কোনো উচ্চতর পর্বতশৃঙ্গে অভিযান চালাতে পারবে না। নেপালের দুর্গম পার্বত্য অঞ্চলে অভিযানের সময় প্রায়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় অভিযাত্রীদের। ভূমিকম্প, তুষারপাত, প্রবল ঠান্ডা, অক্সিজেন স্বল্পতা – এসব কারণে প্রতি বছর বহু দুর্ঘটনা ঘটে। একা অভিযানে গেলে বিপদের মুখে পড়লে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে এবং অভিযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই নেপাল সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

নেপালের পার্বত্য পথ অত্যন্ত চ্যালেঞ্জিং ও বিপজ্জনক। হিমালয়ের কোলে একাধিক ট্রেকিং রুট রয়েছে, যা পৃথিবীর অন্যতম কঠিন রুটগুলোর মধ্যে গণ্য হয়। বছরের বিভিন্ন সময়ে নেপালে ভয়াবহ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়, যা অভিযাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে অক্সিজেনের স্বল্পতা ও শীতপ্রধান অঞ্চলের প্রতিকূল আবহাওয়া ট্রেকিংয়ের সময় মারাত্মক সমস্যার সৃষ্টি করে। এই কারণে নেপালে ট্রেকিং করতে আসা পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করেছে নেপাল সরকার। নেপালের পর্যটন বোর্ডের মতে, এই নিয়ম কার্যকর হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এখন থেকে নেপালে ট্রেকিংয়ের জন্য লাইসেন্সপ্রাপ্ত গাইড বাধ্যতামূলক হওয়ায় স্থানীয় গাইডদের কর্মসংস্থান বাড়বে। গাইডরা দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানেন, ফলে তাঁদের দ্বারা অভিযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের নতুন নিয়মের ফলে ট্রেকিং ও পর্বতারোহণের খরচও বেড়েছে। বিদেশী অভিযাত্রীদের জন্য এভারেস্টের দক্ষিণ রুটে বসন্তকালে অভিযান চালানোর রাজস্ব ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে। শরৎকালে এই ফি ৫,৫০০ ডলার থেকে বাড়িয়ে ৭,৫০০ ডলার করা হয়েছে। শীতকালীন অভিযানের জন্য ফি ২,৭৫০ ডলার থেকে বাড়িয়ে ৩,৭৫০ ডলার করা হয়েছে। নতুন নিয়মের ফলে একক অভিযানের সুযোগ বন্ধ হলেও নিরাপদ ও সংগঠিত পর্বতারোহণের সুযোগ আরও প্রসারিত হবে। এছাড়া, গাইড ব্যবহারের বাধ্যবাধকতা নেপালের পর্যটনকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে বলেই মনে করা হচ্ছে।