Murder: ছেলের হাতে খুন ‘মা’

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো:- ছেলের হাতে খুন (Murder) হলেন মা। সম্পত্তির জন্য মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে খুন (Murder) করল ছেলে। খুন করে বাড়ির দলিল নিয়ে পালাতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়ল ছেলে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনি এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

সূত্রের খবর, মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত। মানসিক ভারসাম্যহীন ছিল ওই বৃদ্ধা। দীর্ঘদিন ধরেই সম্পত্তিই নিয়ে মা ও মেজো ছেলের মধ্যে বিবাদ চলছিল। আগেও মানসিক ভারসাম্যহীন মায়ের উপর ছেলের অত্যাচারের অভিযোগ ছিল। অভিযুক্ত ছেলে এর আগেও একাধিকবার তাঁর মা কে মারধর করে নিজের নামে বাড়ি ও সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিল।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

শুক্রবার ফের বাড়িতে ঝগড়া শুরু হয়। দুপুরে স্থানীয়রা হঠাৎ ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে তাঁরা এসে দেখেন তাঁর মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন মঞ্জু। আর মেঝে থেকে রক্ত মুছতে ব্যস্ত ছেলে। প্রতিবেশীদের দেখেই বাড়ির দলিল নিয়ে পালাতে যান তিনি। তখন প্রতিবেশীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসকরা মৃত বলে জানান।

মায়ের মৃত্যুর খবর পেয়ে বাপের বাড়ি আসেন মঞ্জু। তিনি বলেন, ‘‘সকালেই (শুক্রবার) বাড়িতে এসে মা-ভাইকে দেখে গিয়েছি। তখন দাদা বাড়ি বিক্রি করার কথা বলেছিল। আমি ওকে বাধা দিই। বলি, বাড়ি বিক্রি করে দিলে মানসিক ভারসাম্যহীন মা ও ভাই কোথায় গিয়ে থাকবে? তখনকার মতো আর কোনও কথা হয়নি। আমি শ্বশুরবাড়ি চলে যাই। কিছু ক্ষণ পর খবর পাই, মায়ের মৃত্যুর!’’

এই নৃশংস ঘটনার পর দুর্গাদাস কলোনি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের মতে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার কারণে এমন ঘটনা ঘটেছে বলেই অনুমান। তবে পুলিশের পক্ষ থেকে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।