Bil Gates: প্রেমে মগ্ন বিল গেটস !

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো : শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ আর ভালোবাসার মরসুমে নতুন করে প্রেমের হাওয়া বইছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস(Bil Gates)। আবারও তিনি প্রেমে পড়েছেন। ২০২১ সালে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানার পর অনেকেই কৌতূহলী ছিলেন, তিনি আবার নতুন সম্পর্কে জড়াবেন কি না। এবার সেই কৌতূহলের অবসান ঘটালেন খোদ বিল গেটস নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে জানালেন, তাঁর জীবনে নতুন এক বিশেষ ব্যক্তি এসেছেন, যিনি তাঁর বর্তমান প্রেমিকা।

বিল গেটসের নতুন প্রেমিকা হলেন পাউলা হার্ডি। তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবী এবং প্রযুক্তি জগতের সঙ্গে জড়িত একজন প্রভাবশালী নারী। পাউলা হার্ড হলেন প্রয়াত মার্ক হার্ডের স্ত্রী, যিনি ওরাকল কর্পোরেশনের প্রাক্তন সিইও ছিলেন। তাঁর স্বামী ২০১৯ সালে ক্যান্সারে মারা যান। এরপর থেকে তিনি বিভিন্ন প্রযুক্তি ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিল গেটস ও পাউলা হার্ডকে গত কয়েক মাস ধরেই একসঙ্গে দেখা যাচ্ছিল, বিশেষ করে বিভিন্ন টেনিস টুর্নামেন্ট ও সামাজিক অনুষ্ঠানে। তবে এতদিন তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার বিল গেটস(Bil Gates) নিজেই স্বীকার করলেন, তিনি প্রেমে পড়েছেন এবং পাউলা তাঁর জীবনের বিশেষ অংশ হয়ে উঠেছেন।

সূত্রের খবর,বিল গেটস এবং পাউলা হার্ডের পরিচয় বহুদিনের হলেও, তাঁরা পরস্পরের কাছাকাছি আসেন ২০২২ সালের দিকে। দুজনেই প্রযুক্তি ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকায় তাঁদের মধ্যে সহজেই বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে এই বন্ধুত্ব গভীর হয় এবং অবশেষে তা প্রেমে রূপ নেয়। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে তাঁদের একসঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায়। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, তবে তাঁরা সম্পর্কের বিষয়ে তখন কিছু জানাননি। সম্প্রতি বিল গেটস(Bil Gates) যখন সাক্ষাৎকারে সরাসরি প্রশ্নের মুখোমুখি হন, তখন তিনি স্পষ্টভাবে জানান, ‘হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি। আমার জীবনে একজন বিশেষ মানুষ এসেছেন, এবং আমরা একসঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছি।’

বিল গেটস এমন একজন ব্যক্তি, যিনি প্রযুক্তি জগতের কিংবদন্তি হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী সমাজসেবামূলক কাজেও বিশাল অবদান রেখেছেন। তাঁর ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা। অন্যদিকে, পাউলা হার্ড নিজেও সমাজসেবামূলক কাজে যুক্ত এবং প্রযুক্তির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাঁদের দুজনের চিন্তাধারা এবং আগ্রহ অনেকটাই মিল রয়েছে, যা তাঁদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

বিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনই তাঁরা বিয়ে নিয়ে কিছু ভাবছেন না।’ তবে ঘনিষ্ঠ সূত্রের মতে, তাঁরা একসঙ্গে প্রচুর সময় কাটাচ্ছেন এবং একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছেন। বিল গেটস(Bil Gates) এবং পাউলা হার্ডের এই সম্পর্ক নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা। জীবনের এক পর্যায়ে এসে তাঁরা আবারও ভালোবাসা খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে, ভালোবাসার কোন নির্দিষ্ট সময় নেই। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাঁদের সম্পর্ক কোথায় গড়ায় এবং ভবিষ্যতে তাঁরা একসঙ্গে নতুন কোন উদ্যোগ নেন কি না।