Arjun-Arbaaz: একসঙ্গে র‍্যাম্পে পা মেলালেন অর্জুন-আরবাজ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: কলকাতায় (Kolkata) সম্প্রতি অনুষ্ঠিত ‘বাংলার সেরা তিলোত্তমা ২০২৪-২০২৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বলিউডের দুই খ্যাতনামা অভিনেতা অর্জুন রামপাল এবং আরবাজ খান (Arjun-Arbaaz)। এই বিশেষ অনুষ্ঠানে তারা বাংলার মেয়েদের আত্মবিশ্বাস (Confident) বাড়ানোর প্রচেষ্টায় যোগ দিয়েছিলেন। সোমবার রাতের এই অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে অনেকেই তাদের উপস্থিতিতে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন। বাংলা মাটির এই দুই তারকা প্রতিযোগিতায় ভবিষ্যৎ তারকাদের খুঁজে বের করতে সাহায্য করেছেন। প্রথম ২০ জন বিজয়ীকে একাধিক পুরস্কারে সম্মানিত করা হয়।(Arjun-Arbaaz)

এদিনের এই অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে একই মঞ্চে র‍্যাম্পে হাঁটতে দেখা যায় অর্জুন (Arjun Rampal)এবং আরবাজকে (Arbaaz Khan)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অর্জুন রামপাল (Arjun Rampal) বলেন,’সকল প্রতিযোগীকে আমার তরফ থেকে শুভকামনা।প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আসল বিষয়। তাদের জন্য আমি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়া তিলোত্তমা অনুষ্ঠান উপভোগ করতে এই ব্যস্ত সন্ধ্যায় সবাই এখানে এসেছেন,তা আমাদের জন্য বড় পাওনা। প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানাই,যিনি এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এটি আয়োজন করতে অনেক সাহস লাগে।’

এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ঘোষ (Priyanka Ghosh) ‘এন্টারটেইনমেন্ট’ নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার উদ্যোগেই বাংলার সেরা তিলোত্তমা ২০২৪-২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার মেয়েদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলিকে খুঁজে বের করা এবং তাঁদের আত্মবিশ্বাস জাগ্রত করাই ছিল প্রধান উদ্দেশ্য।

এই প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীকে এক লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়, সঙ্গে একটি ছবিতে নায়িকার চরিত্রে নির্বাচিত হওয়ার সুযোগও থাকে। ১৫ থেকে ৬০ বছর বয়সী যে কোনো নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। শিলিগুড়ি,বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ,মেদিনীপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছেন।