নিউজ পোল বিনোদন ব্যুরো : ব্রিটিশ পপ তারকা(British pop star) এড শিরান সম্প্রতি তার ভারত সফরের অংশ হিসেবে কলকাতায় এসে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বাড়িতে দেখা করতে যান পপ তারকা( pop star)। দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের প্রমাণ হিসেবে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করে। এড শিরান বর্তমানে তার মিউজিক্যাল ট্যুরের জন্য ভারতে আছেন। ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে একটি কনসার্টের পর তিনি কলকাতায় আসেন। কলকাতায় পৌঁছে তিনি সোজা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের(Arijit Singh) বাড়িতে যান। এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের একটি বিশেষ কনসার্টে এড শিরান এবং অরিজিৎ সিং(Arijit Singh) একসঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন, যা তাদের বন্ধুত্বের সূচনা বলে মনে করা হয়।
জিয়াগঞ্জে((Ziyaganj) পৌঁছে এড শিরান এবং অরিজিৎ সিং(Arijit Singh) একসঙ্গে সময় কাটান। অরিজিৎ সিংয়ের স্কুটির পেছনে বসে এড শিরান জিয়াগঞ্জের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। দুজনকে গঙ্গায় নৌকাবিহার করতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। দুজনকে একসঙ্গে দেখে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
দুজনের এই সাক্ষাতের ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে(Social Media) দ্রুত ভাইরাল হয়। অনুরাগীরা তাদের বন্ধুত্বের প্রশংসা করেন এবং এই সাক্ষাৎকে সঙ্গীত জগতের দুই মহাতারকার মিলন হিসেবে দেখছেন। বিশেষ করে অরিজিৎ সিংয়ের(Arijit Singh) স্কুটিতে এড শিরানের জিয়াগঞ্জ ভ্রমণের ছবি এবং গঙ্গায় নৌকাবিহারের ভিডিও অনলাইনে ব্যাপক সাড়া ফেলে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ সিং((Arijit Singh)। মার্কিন মুলুকে দুই সংগীত শিল্পীর যুগলবন্দী দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা-অনুরাগীরা। অরিজিতের সঙ্গে শিরানের সম্পর্ক সেখান থেকেই। এরপর একসঙ্গে গ্রিন রুমে তাদের সময় কাটাতে দেখা যায়। তাই শিরান(Sheeran) ভারত সফরে এসে কলকাতা হয়ে শিলং যাওয়ার পথে দেখা করতে গেলেন অরিজিতের জিয়াগঞ্জের(Ziyaganj) বাড়িতে।