Champions Trophy: বুমরাহ না খেললেও জিতবে ভারত? বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন অধিনায়কের

ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ঢাকে কাঠি পড়তে ১০ দিনও বাকি নেই আর। ২০১৭ সালে শেষবার যখন হয়েছিল প্রতিযোগিতাটি, ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় পাকিস্তান। এবারে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া কি পারবে একদিনের ক্রিকেটে আইসিসি ট্রফি খরা কাটাতে? ভারতকে ১৯৯৮ সালে সর্বপ্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন মহম্মদ আজাহারউদ্দিন (Mohammad Azharuddin)। তিনি মনে করেন, একজন ক্রিকেটারের হাতেই রয়েছে আর কদিন বাদে পাকিস্তান এবং দুবাইয়ের বুকে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের চাবিকাঠি। যদি ইনি ছন্দে থাকেন, সেক্ষেত্রে ভারতের ট্রফিজয় শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও পড়ুন: Rohit Sharma: এক ইনিংসে পাঁচ বিশ্ব রেকর্ড হিটম্যানের

যে কোনো আইসিসি প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর জশপ্রীত বুমরাহ্। কিন্তু ভারতীয় জোরে বোলার আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বুমরাহ্ যদি শেষপর্যন্ত না খেলতে পারেন সেক্ষেত্রে ভারতের সম্ভাবনা ২৫ থেকে ৩০ শতাংশ এমনিতেই কমে যাবে। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক আজাহার এই বিশেষজ্ঞদের দলে পড়েন না। তিনি বরং বাজি ধরছেন বর্তমান অধিনায়ক রোহিতকে নিয়ে।

Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আগে গুরু গম্ভীরের দলের সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ ছিল অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম। তবে কোহলি ইতিবাচক কিছু না করতে পারলেও কটকের বারাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত একাই একশো। জগন্নাথের রাজ্যে ৯০ বলে হিটম্যান করেন ১১৯ (১২টি চার, ৭টি ছয়)। বলা যেতে পারে, একেবারে ব্রাহ্ম মুহূর্তেই ঝলসে উঠেছে রোহিতের ব্যাট। যা বড় প্রতিযোগিতার আগে নতুন করে আশা জাগাচ্ছে ভারতীয় সমর্থকদের মনে। একইভাবে রোহিতের ব্যাটে ভর করে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিজয় দেখতে পাচ্ছেন আজাহারও।

রবিবার ম্যাচ শেষে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোহিতকে নিয়ে রীতিমত উচ্ছ্বসিত তাঁর পূর্বসূরি। সটান জানিয়ে দেন, যদি রোহিতের ব্যাট এভাবেই চলতে থাকে, তাহলে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয় নিয়ে সংশয়ের কোনও অবকাশই নেই। আজাহারের কথায়, “তার ফর্ম একেবারে মোক্ষম সময়ে ফিরে এসেছে। আমি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সাফল্য কামনা করি।” বারাবাটিতে দুরন্ত শতরান করার পথে সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) এবং ক্রিস গেইলের (Chris Gayle) দুটি রেকর্ডও ভেঙে দিয়েছেন হিটম্যান। সে জন্যও তাঁকে অভিনন্দন জানিয়েছেন আজাহারউদ্দিন।

নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/share/1EA79Afcw5/