নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ডার্বি হোক বা মিনি ডার্বি বা বয়সভিত্তিক ডার্বি তরতরিয়ে চলছে সবুজ-মেরুনের পালতোলা নৌকো। আইএসএলের পর এবার ছোটদের ডার্বিতে ২৪ ঘন্টার ব্যবধানে দু-দুবার মহামেডানকে (Mohammedan SC) হারাল মোহনবাগান (Mohun Bagan)। মঙ্গলবার অনূর্ধ্ব-১৫ এআইএফএফ জুনিয়র লিগে (U-15 AIFF Junior League) মহামেডানকে পাঁচ গোলে হারিয়েছিল মেরিনার্সরা। এবার বুধবার অনূর্ধ্ব-১৩ এআইএফএফ সাব-জুনিয়র লিগে (U-13 AIFF Sub-Junior League) বাঁশবেড়িয়া কিশোর সঙ্ঘের মাঠে সাদা-কালো ব্রিগেডকে ১১ গোলের মালা পরালো বাগানের খুদেরা।
আরও পড়ুন: Champions Trophy 2025 -এর আগে অস্ট্রেলিয়া যেন মিনি হাসপাতাল
মোহনবাগানের(Mohun Bagan) হয়ে গোল করেছেন মোট ৯ জন ফুটবলার। জোড়া গোল করে নীরব রায় (৩’, ৯’) এবং রাজ মুদি (১৯’, ২৯’)। বাকি পাঁচটি গোল করেছে কার্তিক হেমব্রম (১২’), সিধু সোরেন (২২’), সাগ্নিক কুন্ডু (৩৫’), বশির আনোয়ার (৪১’), অনুব্রত দাস (৪৪’), জিয়ন হাঁসদা (৬০’) এবং অর্চিষ্মান পাল (৬৯’)। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাগান ফুটবলাররা। প্রথমার্ধেই ছ’টি গোল মহামেডানের জালে জড়ায় তারা। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সাদা-কালো ফুটবলাররা।
অনূর্ধ্ব-১৩ এআইএফএফ সাব-জুনিয়র লিগে এই নিয়ে পরপর দুটি ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করল সবুজ-মেরুন। প্রথম ম্যাচে সাগ্নিকের গোলে ইস্টবেঙ্গলকে(East Bengal) হারিয়েছিল তারা। লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার প্রথম তিনজনই মোহনবাগানের(Mohun Bagan)। আইএসএলে (ISL) ডার্বি, মিনি ডার্বি মোহনবাগানের (Mohun Bagan) সামনে দাঁড়াতে পারেনি কলকাতার বাকি দুই প্রধানের কেউই। সেই একই ধারা অব্যাহত রয়েছে জুনিয়র স্তরেও।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
অন্যদিকে অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগে সবুজ-মেরুণ জার্সিতে দুরন্ত ফর্মে রয়েছে হালিশহরের রাজদীপ পাল। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর মঙ্গলবার মহামেডানের বিরুদ্ধেও হ্যাটট্রিকসহ চার গোল করেছে সে। চলতি মরশুমে সবমিলিয়ে ১৫ ম্যাচে ৩১ টি গোল এবং ১৪ টি অ্যাসিস্ট করে বাগান (Mohun Bagan) কর্তাদের নজরে এসেছে রাজদীপ। তার সঙ্গে লম্বা চুক্তির কথা চিন্তাভাবনা করছে ক্লাব।