Gita Devi : রাষ্ট্রপতি নন, কিন্তু দেখতে হুবহু এক! কে এই মহিলা?

জেলা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো : সাতসকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজারে এক অভাবনীয় দৃশ্য। ওভারব্রিজের নিচে কাঠের বেঞ্চে বসে চা খাচ্ছেন এক ভদ্রমহিলা (Gita Devi) —চোখে গোল ফ্রেমের চশমা, পরনে গোলাপি পাড়ের হালকা সবুজ তাঁতের শাড়ি। দূর থেকে দেখে যে কেউই থমকে যেতে বাধ্য। কারণ, তাকে (Gita Devi) দেখতে একেবারে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র (Draupadi Murmu) মতো! চারপাশে নিরাপত্তারক্ষী নেই, কনভয়ের লাইনও নেই, অথচ দেশের ১৫তম রাষ্ট্রপতি (President) কি না একা বসে মাটির ভাঁড়ে চা চুমুক দিচ্ছেন? নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না স্থানীয়রা। কেউ কেউ দু’তিনবার চোখ কচলে দেখলেন, কেউ আবার একে অপরকে জিজ্ঞেস করলেন, ‘ঘুম ভাঙছে তো ঠিকঠাক?’

কিন্তু রাষ্ট্রপতি (President) এখানে এলেন কবে? কেনই বা এলেন? ক্রমেই জমতে থাকে ভিড়। বাজারের চায়ের দোকান থেকে শুরু করে রাস্তায় চলাফেরা করা মানুষজনও কৌতূহলী হয়ে উঠলেন। অনেকে আবার মোবাইল (Mobail) বের করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। কেউ একজন সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘ম্যাডাম, আপনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?’ শুনে হাসিতে ফেটে পড়লেন ওই ভদ্রমহিলা। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে গেলেন তাঁর প্রতিক্রিয়ায়।
এরপর উৎসুক জনতা কথা বলতে শুরু করল তাঁর সঙ্গে। এরপর জানা গেল, তিনি আসলে গীতা শাসমল। বয়স ৬৫। বাড়ি ডেবরা ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামে। ছেলে-বউমার সঙ্গে সংসার। ছেলে একজন বাসকর্মী। আজ বৃহস্পতিবার সকালে বাপের বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। বাস ধরার আগে একটু চা খাওয়ার জন্যই চায়ের দোকানের বেঞ্চে বসেছিলেন।

কিন্তু তিনি ভাবতেই পারেননি যে, সকালবেলা এক কাপ চা তার জীবনকে এভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। গীতা দেবী অবাক হলেও, গ্রামের সাধারণ মহিলাদের সহজাত সরলতা নিয়েই হাসতে হাসতে বললেন, ‘আমি তো জানিই না, আমাকে কেমন দেখতে! রাষ্ট্রপতির (President) নাম শুনেছি, কিন্তু কখনও তার ছবি দেখিনি। আপনারাই আজ দেখালেন। তবে আমি একেবারে সাধারণ একজন মানুষ। আপনারা যা ভাবছেন, ভাবুন!’ এরপর জনতা আরও একধাপ এগিয়ে গেল। কেউ মোবাইলে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ছবি খুঁজে বের করে তাকে দেখালেন। গীতা দেবী (Gita Devi) নিজের সঙ্গে রাষ্ট্রপতির চেহারার এত মিল দেখে নিজেই অবাক হলেন। তবে এ নিয়ে খুব বেশি মাথা ঘামালেন না, বরং মুচকি হেসে আবার চায়ে চুমুক দিলেন।

তবে ডেবরাবাসীর উচ্ছ্বাস ‘রাষ্ট্রপতি (President) না আসুক, তার মতো দেখতে তো আছেন।’ ডেবরাবাসীরা কিন্তু এই ঘটনাকে সহজভাবে নিলেন না। তারা গীতা দেবীকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত। একপ্রকার জোর করেই তাকে দই-মিষ্টি খাওয়ানো হলো। কেউ বললেন, ‘রাষ্ট্রপতি না এলেও, তার মতো দেখতে কেউ তো আছে আমাদের এলাকায়। অন্তত দুধের স্বাদ ঘোলে হলেও মিটল।’ গোটা বাজারে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল এই খবর। অনেকেই ছুটে এলেন একঝলক দেখতে। কেউ কেউ ভিডিও তুলতে শুরু করলেন, আবার কেউ সেলফি তুলতে চাইলেন। কেউ বললেন, ‘দিদিভাই, আপনি যদি রাষ্ট্রপতির মতো দেখতে হন, তাহলে একদিন হয়ত দিল্লি থেকেও ডাক আসতে পারে।’

গীতা দেবী (Gita Devi) অবশ্য এই উন্মাদনায় খুব একটা বিচলিত হলেন না। হাসিমুখে বললেন, ‘আমার জন্য এত মিষ্টি আনলেন কেন? আমি তো স্রেফ চা খাচ্ছিলাম।’ অল্প সময়ের জন্য হলেও, গীতা শাসমল আজ ডেবরার সেলিব্রিটি। তার মতো একজন সাধারণ গ্রাম্য মহিলা সকালবেলা চা খেতে এসে পুরো বাজারের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন, তিনি নিজেও ভাবেননি। এই ঘটনাই যেন প্রমাণ করে, সময় কখন, কাকে, কীভাবে বিখ্যাত করে তোলে, তা বলা কঠিন। হয়তো আগামী দিনে গীতা দেবীর নাম আরও ছড়াবে। কে জানে, হয়ত একদিন সত্যিই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) কানে পৌঁছাবে এই খবর, আর তিনি নিজে ডেবরার ‘দ্বিতীয় মুর্মু’র (Second Murmu) সঙ্গে দেখা করতেও চলে আসবেন। ডেবরাবাসী তো এখন সে আশাতেই বুক বেঁধে বসে আছেন।