নিউজ পোল ব্যুরো: দ্বিতীয় মেয়াদে আমেরিকা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মত ওয়াশিংটন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদী-ট্রাম্পের (Modi-Trump) প্রথমবারের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি হন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে (White house) মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাণিজ্য (Trade), অভিবাসনসহ (immigration) একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে তারা যৌথ সাংবাদিক বৈঠকেও অংশ নেন। শুরুতেই মোদী (Narendra Modi) বলেন, ‘আমার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বিষয় মিলে গেছে, আমরা উভয়েই আমাদের দেশকে সর্বোচ্চ গুরুত্ব দেই।’ ট্রাম্পও (Donald Trump) মোদীর (Narendra Modi) প্রশংসা করে বলেন, ‘মোদী ভারতে অসাধারন কাজ করেছেন এবং আমাদের মধ্যে এক চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’
এই বৈঠকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে, ট্রাম্প (Donald Trump) বাংলাদেশ (Bangladesh) নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা বাংলাদেশ নিয়ে কোনো সংশ্লিষ্টতায় নেই এবং বাংলাদেশের (Bangladesh) সমস্যা সমাধানের দায়িত্ব আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে ট্রাম্প (Donald Trump) মন্তব্য করেন, তবে মোদী (Narendra Modi) বলেন, ভারত নিরপেক্ষ অবস্থানে নয়, ভারত এখানে শান্তির পক্ষে রয়েছে। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের (Valdimir Putin) সঙ্গে তার আলোচনায় তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, কারণ যুদ্ধ কখনই সমাধান এনে দেয় না।
একই সময় ট্রাম্প ভারত আমেরিকা সম্পর্কের প্রতি আস্থা প্রকাশ করে জানান যে, দুই দেশের মধ্যে একটি আকর্ষণীয় বাণিজ্য চুক্তি (Trade deal) হতে যাচ্ছে। বৈঠকের আগে ট্রাম্প একটি নতুন রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন, যা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। উল্লেখযোগ্য, মোদী তাঁর প্রধানমন্ত্রীত্বকালে দশমবারের মতো আমেরিকা সফর করেছেন, প্রথম সফর করেছিলেন বারাক ওবামার (Barack Obama) সময়ে।