Weather: ভালবাসার দিনে রোমান্টিক ঠাণ্ডা আমেজ

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: আজ ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে দিন শুরু হলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়ার (Weather) এমন রোমান্টিক আমেজে অনেকেই প্রিয়জনের সঙ্গে দিন কাটানোর পরিকল্পনা করেছেন। আজ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস (Temperature Drop) তাপমাত্রা হ্রাস পেতে পারে। ফলে জেলার বিভিন্ন অঞ্চলে শীতের (Winter) আমেজ ফিরে এলেও কলকাতা (Kolkata) শহরে শীত কার্যত অনুপস্থিত থাকবে। শুক্রবার ভোরে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি কুয়াশাচ্ছন্ন (Fog) থাকলেও দুপুরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/KPYjTSxzLzQ

আজ থেকে সোমবার পর্যন্ত রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), পশ্চিম বর্ধমান (West Bardhaman), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) ও নদিয়া (Nadia) জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই কুয়াশার কারণে কিছু অঞ্চলে দৃশ্যমানতা (Visibility) ২০০ মিটারের নিচে নামতে পারে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/19/gorumara-national-park-rhino-census-population-increase/

উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) এবং জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) হালকা বৃষ্টির (Light Rain) সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে সামান্য তুষারপাত (Snowfall) হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক (Dry Weather) থাকবে, তবে ভোরে কুয়াশা থাকবে। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকার কারণে দিনে গরম ও রাতে ঠান্ডা অনুভূত হবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা (Humidity) ছিল ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৫১ শতাংশ।