IIT Kharagpur: আইআইটির সহযোগিতায় তৈরি হচ্ছে প্রতিরক্ষা ড্রোন

প্রযুক্তি বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: বাংলার গর্ব খড়গপুর আইআইটি (IIT Kharagpur) এবার ড্রোন প্রযুক্তিতে বড় সাফল্যের মুখ দেখছে। এই প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি (IIT Kharagpur) ও ভুবনেশ্বরের বিখ্যাত ড্রোন নির্মাতা সংস্থা উইভিলস ড্রোনস (Wevils Drones) যৌথ উদ্যোগে তৈরি করছে অত্যাধুনিক প্রতিরক্ষা ড্রোন। এই ড্রোন দেখতে অনেকটা ছোট বিমানের (Mini Aircraft) মতো এবং এটি পেট্রোল (Petrol), মিথানল (Methanol) অথবা ব্যাটারির (Battery) সাহায্যে চালানো যাবে। এতদিন ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যাধুনিক ড্রোন আমদানি করতে হতো বিদেশ থেকে। তবে এখন দেশেই তৈরি হবে উন্নতমানের ড্রোন, যা প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা অনেকটাই কমাবে। এই ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি উচ্চ স্থান থেকে (High Altitude Surveillance) ছবি তুলতে সক্ষম এবং সেই ছবি হবে অত্যন্ত স্পষ্ট ও উচ্চ মানের। শত্রু ঘাঁটিতে আঘাত হানার ক্ষেত্রেও এটি কার্যকর হবে।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/w9QAWW8L5jA?si=9d28BIeIxicytXTz

খড়গপুর আইআইটির(Kharagpur IIT) ক্যাম্পাসেই এই ড্রোনের জন্য একটি ওয়ার্কশপ তৈরি করা হবে। প্রতিরক্ষা খাতের পাশাপাশি কৃষিক্ষেত্রেও (Agricultural Drone) এই ড্রোন ব্যবহৃত হতে পারে। এটি অন্যান্য ড্রোনের তুলনায় ওজনে হালকা হলেও শক্তিশালী এবং গতিশীলতার দিক থেকেও উন্নত। উন্নত প্রযুক্তির কারণে এই ড্রোনকে যুদ্ধবিমানের (Combat Drone) ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি জরুরি পরিস্থিতি, বিপর্যয় মোকাবিলা (Disaster Management) এবং নিরাপত্তা নজরদারির ক্ষেত্রেও এই ড্রোন(Drone) ব্যবহারযোগ্য হবে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে দেশেই আরো উন্নত প্রযুক্তির ড্রোন তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে স্বনির্ভর করে তুলতে এই ধরনের ড্রোন তৈরির ক্ষেত্রে সরকারি সহায়তাও বৃদ্ধি পাবে। খড়গপুর আইআইটির(Kharagpur IIT) সহযোগিতায় তৈরি এই ড্রোন প্রযুক্তি ভারতের প্রতিরক্ষা ও কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করা হচ্ছে।