Ram Mandir chief Prist: রাম মন্দিরের প্রধান পুরোহিতের জলসমাধি নিয়ে সরব বিরোধীরা

দেশ

নিউজ পোল ব্যুরোঃ বুধবার ব্রেন স্ট্রোকে প্রয়াত হয়েছেন ৮৫ বছর বয়সী অযোধ্যার রামমন্দিরের(Ram Mandir) প্রধান পুরোহিত(Ram Mandir chief Prist) আচার্য সত্যেন্দ্র দাস। ১৯৯২ সালে বাবরি ধ্বংসের পর ১৯৯৩ সাল থেকে ধারাবাহিক ভাবে রামমন্দিরের প্রধান পুরোহিত পদে ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ পোল)। যেখানে দেখা যাচ্ছে রামমন্দিরের প্রধান পুরোহিতকে জলসমাধি দেওয়া হচ্ছে। তা নিয়েই শুরু হয়েছে প্রবল বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে রামমন্দিরের প্রধান পুরোহিতের মৃতদেহের সঙ্গে বস্তা বেঁধে নৌকা থেকে সরযূ নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তুলসীদাস ঘাট থেকে নিয়ে গিয়ে আচার্য সত্যেন্দ্র দাসকে সমাহিত করা হয়। এই নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। সচ্চার হয়েছেন পরিবেশবিদরা। তুলেছেন জল দূষণের প্রসঙ্গ। বর্তমানে যেখানে জল দূষণ প্রতিরোধে একাধিক সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে সেখানে এই ধরনের ঘটনা কিভাবে ঘটল তা নিয়েই উঠছে প্রশ্ন। ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য জলদূষণ রোধের নামে নরেন্দ্র মোদীর সরকার কোটি কোটি টাকা খরচ করছে সেখানে এই ঘটনা কিভাবে হল। অন্যদিকে জলদূষণ করা হচ্ছে দেখেও বিজেপি নেতারাও ঘটনা দেখে চুপ রয়েছেন কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী মোদীর প্রকল্প নমামী গঙ্গের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/15/in-good-news-for-us-trade-india-slashes-tariffs-on-bourbon-whiskey/

তবে অযোধ্যার অনেকে সাধু-সন্তই বলছেন এই রীতি নতুন নয়। হাজার হাজার বছর আগে থেকেই এই ঘটনা হয়ে আসছে। তবে বর্তমানে তা বিরল। কথিত আছে রামচন্দ্রও নাকি সরযূতেই বিলীন হয়ে গিয়েছিলেন। এমনকি রামমন্দির, হনুমান গাড়ি, সীতা কুন্ডের পুরহিতদের এখনও জলসমাধি দেওয়া হয়। বলা হয় তাঁরা সরযূতেই বিলীন হয়ে যান।