LIC: আপনার কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত করুন এলআইসির পলিসির মাধ্যমে !

দেশ

নিউজ পোল ব্যুরো: আপনার শিশুর (child) ভবিষ্যৎ (future) তৈরি করতে, সঠিক বিনিয়োগই একপনার সেরা উপায় হতে পারে। বাজারে অনেক স্কিম থাকলেও এলআইসি (LIC)কন্যাদান পলিসি (child policy)আপনার কন্যাসন্তানের ভবিষ্যৎ (future)সুরক্ষিত (secure)করার জন্য সবচেয়ে উপযুক্ত। এই পলিসির (policy)মাধ্যমে আপনি নিশ্চিতভাবে ২২.৫ লক্ষ টাকা পেতে পারেন যদি আপনার কন্যার বয়স ১ থেকে ১০ বছরের মধ্যে হয়।

এই পলিসির (policy)মেয়াদ ১৩ থেকে ২৫ বছর।আপনি প্রতি মাসে, প্রতি তিন মাসে, প্রতি ছয় মাসে বা বছরে একবার বিনিয়োগ করতে পারবেন।আপনার মেয়ের বাবা যদি ৫০ বছরের কম বয়সী হন, তবে স্কীমে (scheme) বিনিয়োগ করতে পারবেন।

এই পলিসিতে (policy) তিন বছর পর আপনি ঋণও নিতে পারেন এবং দুবছর পর পলিসি স্যরেন্ডার করলে জমা টাকাসহ সুদ (interest)ফেরত পেতে পারেন।আপনি যদি কোনো কারণে কিছু পেমেন্ট (payment)মিস করেন,তবে ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে কোনো জরিমানা লাগবে না।

যদি ২৫ বছর ধরে মাসিক ৩ হাজার ৪৪৭ টাকা বিনিয়োগ (investment)করতে পারেন তবে আপনি বছরে ৪১ হাজার ৩৬৭ টাকা জমাবেন এবং ২২ বছর পর হাতে পাবেন ২২.৫ লক্ষ টাকা। এছাড়া, পলিসি (policy)চলাকালীন যদি পিতার মৃত্যু ঘটে, তবে পুরো টাকা তার স্ত্রীর কাছে চলে যাবে এবং অতিরিক্ত ১ লক্ষ টাকা কন্যাকে দেওয়া হবে।যদি দুর্ঘটনায় মৃত্যু হয়, তবে কন্যাকে আরও ১০ লক্ষ টাকা দেওয়া হবে।