নিউজ পোল ব্যুরোঃ সদ্য গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে(Valentine’s Day)। প্রেমের জোয়ারে ভেসেছে গোটা বিশ্ব। কে কাকে কি উপহার দিল তা দেখতেই এখন ব্যস্ত সকলে। এর মধ্যে এক নজরকাড়া ঘটনা সামনে এসেছে। কথায় বলে প্রেম আর যুদ্ধে সব কিছু হয়। গুরুগ্রামের এক মহিলা ভালোবাসা দিবসে এই বাক্যাংশটি আক্ষরিক অর্থেই গ্রহণ করেছেন। তিনি যে কাজ করেছেন তা রীতিমত অবাক করেছে নেট দুনিয়াকে।
গুরুগ্রামের বাসিন্দা ২৪ বছর বয়সী আয়ুষী রাওয়াত ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁর প্রাক্তন প্রেমিকের কাছে পাঠিয়েছেন ১০০টি পিৎজা। এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু তার পর যে ঘটনা ঘটেছে সেটাই হতবাক করেছে প্রাক্তন প্রেমিককে। আয়ুষী রাওয়াত ১০০টি পিৎজা অর্ডার করেছিলেন নিজের টাকায় নয়, করেছিলেন ক্যাশ-অন-ডেলিভারি। সেটাই পৌঁছে যায় তাঁর প্রাক্তন প্রেমিকের বাড়ির সামনে। তিনি তার প্রাক্তন প্রেমিকের (যশ সাংঘভি) ঠিকানায় অর্ডার দিয়েছিলেন ১০০টি পিৎজা । একজন ডেলিভারি এক্সিকিউটিভের এক ব্যক্তির দরজায় ১০০টি পিৎজা বাক্স জমা করে রাখার ছবি অনলাইনে আসার পর এই ঘটনাটি প্রকাশ পায়। তা নিয়েই রীতিমত ঝড় উঠেছে।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/16/follow-these-few-rules-to-keep-your-skin-fresh-in-summer/
ঘটনা সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই এই প্রশ্ন উঠছে Valentine’s Day-তে এই কাজ কি ব্রেকআপের প্রতিশোধ নিতে নাকি প্রচারণার স্টান্ট? এই নিয়ে ইন্টারনেটে অসংখ্য তত্ত্ব উঠে এসেছে। কেউ কেউ মহিলার কর্মকাণ্ডের সমালোচনা করলেও, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি অংশ মনে করেন এটি একটি মার্কেটিং স্টান্ট। একজন ব্যবহারকারী লিখেছেন, “এর কোনও অর্থ হয় না; যদি মেয়েটি তার নম্বর থেকে অর্ডার করত তবে সে কেবল বলতে পারত যে এটি তার অর্ডার নয় এবং মেয়েটি এর জন্য ঝামেলায় পড়বে।” কেউ আবার লিখেছেন, মহিলার কাজটি “প্রতিশোধ” ছিল। একজন ব্যক্তি আবার বলেছেন, “এত বড় অর্ডার ক্যাশ অন ডেলিভারি হতে পারে না।”