নিউজ পোল ব্যুরোঃ ২৭ বছর পর দিল্লিতে (Delhi) ক্ষমতায় ফিরেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের পুনরায় ক্ষমতায় ফিরে আসার স্বপ্নকে একেবারে ভেঙ্গে দিয়েছে বিজেপি। বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ সামনে না আনলেও আপের হয়েছে লজ্জার হার। তবে মহারাষ্ট্রের মতই দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণায় একটু মেপেই পা ফেলছে বিজেপি। কে বসবেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীর গদিতে এই চর্চা এখনও অব্যহত। তবে শোনা যাচ্ছে আজ রবিবার হতে পারে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা। কার ভাগ্যে শিকে ছিঁড়বে সেই দিকেই তাকিয়ে গোটা দেশের মানুষ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/61568474920385/posts/pfbid0ZHGnqgbraE7vYZ4x2M1uNAJVpKWcM667bxNZDXB2nDTMt9CDtgJyrdDMXdNVRM2Pl/
বিজেপি বিধানসভা দলের বৈঠকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে, যা আজ রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা। সূত্রের খবর, শপথগ্রহণ আগামী সপ্তাহে হতে পারে। বি.এল. সন্তোষ এবং কমলজিৎ সারাওয়াতের মতো সিনিয়র বিজেপি নেতারা দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বৈঠক করেছেন। চার থেকে পাঁচজন প্রার্থীর একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সূত্রে খবর আগামি ১৯ বা ২০ ফেব্রুয়ারি হতে পারে শপথ গ্রহণের অনুষ্ঠান।
আরও পড়ুন: Eastern Railway: ৩ মার্চ থেকে ৪ মার্চ ট্রেন চলাচলে বড় প্রভাব!
জানিয়ে রাখা ভাল, শনিবার নির্বাচন কমিশন ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের ঘোষণা দেওয়ার পর, বিজেপি এখনও তাদের মুখ্যমন্ত্রীর(Delhi CM Face) নাম ঘোষণা করেনি। বিজেপি নেতাদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মার্কিন সফর থেকে ফিরে আসার পর শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৯৯৮ সালে সুষমা স্বরাজের পর দিল্লির প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অনেকের নামই আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন কেজরিওয়ালকে হারানো বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা, দিল্লি বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব, দলের সিনিয়র নেতা বিজেন্দ্র গুপ্ত এবং নবনির্বাচিত মুস্তাফাবাদ বিধায়ক মোহন সিং বিষ্ট।