Vidhan Sabha : বিধানসভা থেকে শুভেন্দু সহ ৪ বিধায়ক সাসপেন্ড

কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ বিধানসভার (Vidhan Sabha) অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু (Suvendu Adhikari) সহ ৪ বিজেপি(BJP) বিধায়ক। সোমবার বিধানসভার (Vidhan Sabha) অধিবেশনে শুরু হয় তুমুল হট্টোগোল। ওয়াকআউট করে বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কাগজ ছুড়ে মারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনার জেরেই সাসপেন্ড করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে।

আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষকে। রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ জানিয়ে এদিন বিধানসভা অধিবেশনের শুরুতে সরব হন বিজেপি বিধায়করা। সেখানে দাবি করা হয় মুখ্যমন্ত্রীর বিবৃতি । তারপরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও খারিজ করে দেন আলোচনার দাবি। তাঁর পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। তখনই স্পিকার শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালে বিজেপি বিধায়করা উত্তেজিত হয়ে পড়েন এবং শুরু হয় চরম বিশৃঙ্খলা। এর পরেই সাসপেন্ড করা হয় শুভেন্দু সহ ৪ বিজেপি বিধায়ককে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/17/joy-goswamis-legacy-poetry-acting-and-the-grass-flower-megaserial/

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ”বিধানসভায় একটু আধটু চিৎকার-চেঁচামেচি হয়। হতেও পারে। কিন্তু আজ যেভাবে স্পিকারের দিকে তেড়ে গিয়ে কাগজ ছুঁড়ে মারা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়।” বিধানসভা থেকে তাঁদের সাসপেন্ড করার পর শুভেন্দু বলেন, “আমি বিরোধী দলনেতা। আমার বিধায়কদের চলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি দায়বদ্ধ। আজকের অধিবেশনকে অগ্রাহ্য করেছি। কাগজকে ছিঁড়ে উড়িয়ে দিয়ে ১০ মিনিট বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তারপরই সাজানো প্লট মেনে বিরোধী দলনেতাকে টার্গেট করে এবং অন্য যেসব বিজেপি নেতা সরব হন, তাঁদের টার্গেট করা হয়। যাঁরা বিতর্কে ভাল বলেন, তাঁদের টার্গেট করা হয়।”