Eastern Railway: গোবরডাঙা স্টেশনে পরিকাঠামোর উন্নয়ন

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: নতুন মাইলফলক গোবরডাঙা স্টেশনে (Gobardanga Station) । পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division)পরিকাঠামো উন্নয়নে গোবরডাঙা স্টেশনে সফলভাবে লেআউট সংশোধন করা হয়েছে। এর ফলে সেকশনাল স্পিড (sectional speed)৫০ কিমি প্রতি ঘণ্টা থেকে বেড়ে ঘণ্টায় ১১০ কিমি হয়েছে। শনিবার ও রবিবার এই কাজটি সম্পন্ন হয়। এই পরিবর্তনের ফলে ট্রেন ((Eastern Railway) চলাচলের নিরাপত্তা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/18MzwBd4fX/

জানা গিয়েছে, মেগা ব্লক (mega block)পরিকল্পনার মাধ্যমে এই কাজটি বাস্তবায়িত হয়েছে। যেখানে শিয়ালদহ বিভাগের অপারেটিং,ইঞ্জিনিয়ারিং,সিগন্যাল ও টেলিকমিউনিকেশন (telecommunication)এবং ট্র্যাকশন ডিস্ট্রিবিউশন (traction distribution)বিভাগ একত্রে কাজ করেছে। ডিআরএম (DRM)দীপক নিগমের (Deepak Nigam)নেতৃত্বে ৪০০-রও বেশি কর্মী,আধুনিক ট্র্যাক মেশিন,টাওয়ার ওয়াগন এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

গোবরডাঙা স্টেশনে (Gobardanga Station)যা যা কাজ করা হয়েছে:

১.ট্র্যাক পুনঃস্থাপন করতে দুটি পয়েন্ট স্থানান্তরিত করা হয়েছে এবং ৫০০ মিটার বাঁকা ট্র্যাক সোজা করা হয়েছে,যা ট্রেনের গতি এবং যাত্রার ম্যান উন্নত করবে।
২.নতুন ট্র্যাক অ্যালাইনমেন্টের (track alignment)জন্য ১০ টি ওভারহেড ইকুইপমেন্ট স্থানান্তরিত করা হয়েছে।
৩.০.৫ কিলোমিটার ওয়ারিং পুনঃস্থাপন করা হয়েছে।
৪.সিগন্যালিং সিস্টেমের উন্নতির জন্য পয়েন্ট জংশন বক্স,ডিসি ট্র্যাক সার্কিট বন্ড এবং ৬ টি গ্লু জয়েন্টে (glue joints)স্থানান্তরিত করা হয়েছে।
৫.ট্রেন অপারেশন আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করতে ১১ মিটার ট্র্যাক স্থানান্তরিত করা হয়েছে।

পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর জানান, শিয়ালদহ বিভাগের এই উন্নয়নমূলক প্রকল্প ট্রেন চলাচলকে আরও দ্রুত,নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ করবে,যার ফলে যাত্রীদের সময় বাঁচবে এবং পরিষেবার মান উন্নত হবে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/13/dol-utsav-train-metro-cancellation-howrah-sealdah-division/