US deports Illegal Indian Immigrants: বাদ কেবল মহিলা ও শিশুরা, শিকলে বেঁধেই আমেরিকা থেকে ফেরানো হয়েছে , দাবি যাত্রীদের

দেশ

নিউজ পোল ব্যুরোঃ আমেরিকায় ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই সে দেশে অবৈধভাবে থাকা বাসিন্দাদের ফেরত পাঠাচ্ছে নিজেদের দেশে। জার মধ্যে রয়েছেন বহু ভারতীয়। মার্কিন প্রেসিডেন্টের সেই ফেরানো পদ্ধতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। আমেরিকা থেকে আসা প্রথম বিমানটি অমৃতসরে নেমেছিল ৫ ফেব্রুয়ারি। সেই সময়ে আমেরিকায় অবৈধ ভাবে থাকা ১০৪ জন ভারতীয়কে (US deports Illegal Indian Immigrants) বাদ কেবল মহিলা ও শিশুরা, শিকলে বেঁধেই আমেরিকা থেকে ফেরানো হয়েছে , দাবি যাত্রীদের ফেরানো হয়। অভিযোগ, বিমানের মধ্যে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল তাঁদের। সূত্রের খবর দ্বিতীয়বারেও ঘটেছে একই ঘটনা। কেবল বাদ দেওয়া হয়েছে মহিলা ও শিশুদের। তারপর ফিরেছে তৃতীয় বিমান।

শনিবার রাতে ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে (US deports Illegal Indian Immigrants) বাদ কেবল মহিলা ও শিশুরা, শিকলে বেঁধেই আমেরিকা থেকে ফেরানো হয়েছে , দাবি যাত্রীদের নিয়ে অমৃতসরে অবতরণ করে আমেরিকার দ্বিতীয় বিমান। তবে দ্বিতীয় দফায় ১১৯ জনকে সে ভাবে ফেরানো হয়নি বলে দাবি। কিন্তু এর পরেও অভিযোগ উঠেছে মহিলা ও শিশু ছাড়া পুরুষদের হাতে হাতকড়া পড়িয়ে ফেরানো হয়েছে । সরকারি হিসাব বলছে, দ্বিতীয় দফার ১১৯ অবৈধবাসীর মধ্যে ৬৫ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া, গুজরাতের আট জন, উত্তরপ্রদেশের দু’জন, গোয়ার দু’জন, মহারাষ্ট্রের দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জন রয়েছেন। অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে অভিযুক্ত ভারতীয় নাগরিকদের তৃতীয় দলকে বহনকারী বিমানটিও রবিবার অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। রবিবার রাত ১০টা নাগাদ অবৈধবাসীদের নিয়ে পঞ্জাবের অমৃতসরে অবতরণ করে মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান। তাতে ছিলেন ১১২ জন। ১১২ জনের মধ্যে সবচেয়ে বেশি হরিয়ানার বাসিন্দা রয়েছেন।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/17/mohan-bhagwat-stay-in-bengal-today/

জানিয়ে রাখা ভাল, হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে ফেরানোর (US deports Illegal Indian Immigrants) পরেই কেন্দ্রীয় সরকার সংসদের বাজেট অধিবেশনে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছিল । জবাবি ভাষণে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, “বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’’ কিন্তু অন্যদিকে আমেরিকা থেকে ফেরা যাত্রীদের অনেকেই বলেছেন সমগ্র বিমান সফরে তাঁদের হাত-পা বাঁধা ছিল। প্রসঙ্গত, শনিবারের আগে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আশ্বাস দিয়েছিলেন যে নির্বাসিতদের সঙ্গে যথাযথ আচরণ করা হবে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্বাসিতদের তাদের নিজ নিজ রাজ্যে নিয়ে যাওয়ার আগে কয়েক ঘন্টা অমৃতসরে থাকবেন। মান অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয় নাগরিকদের সাথে আচরণের জন্য কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। পাঞ্জাবিদের ‘অপমান’ করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, “পাঞ্জাব এবং পাঞ্জাবিদের অপমান করার ষড়যন্ত্র চলছে।”