নিউজ পোল ব্যুরোঃ ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র পেলেন স্বস্তি। প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র সিবিআই-এর(CBI) মামলা থেকে পেলেন রেহাই। ইডির(ED) পর সিবিআইয়ের মামলা থেকেও কিছুদিনের জন্য মিলল স্বস্তি। অন্তর্বর্তীকালীন জামিন কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার কলকাতা আদালত সুজয় কৃষ্ণ ভদ্রের আর্জি শুনে শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ‘কালীঘাটের কাকু’র জামিন মঞ্জুর করেছেন। আগামী মাসের শেষ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে মেনে চল্যতে হবে বেশ কিছু শর্ত। জামিন পেলেও বেহালার বাড়িতেই তাঁকে ঘরবন্দি থাকতে হবে বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আদালত। যদি তিনি আদালতের দেওয়া শর্ত ভাঙলেই সঙ্গে সঙ্গেই তাঁর জামিন বাতিল হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। তবে তিনি তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিনের আবেদন করেন। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও দেখা দিয়েছিল জটিলতা। তবে স্বাস্থ্যজনিত ও মানবিক কারণেই এই সুজয়কৃষ্ণের আবেদন মঞ্জুর করেছেন আদালত।