WB Weather Update: বুধবার থেকে রাজ্যে বৃষ্টি, জানুন কতদিন চলবে!

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি পরিস্থিতি (Rain Forecast) তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় এবং বাতাসের অনুকূল অবস্থার কারণে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, ১৯ এবং ২০ তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি(WB Weather Update) হওয়ার সম্ভাবনা রয়েছে। বসন্তের (Spring) এই সময়ে বৃষ্টিপাত কিছুটা অপ্রত্যাশিত হলেও, আবহাওয়া দফতর বলছে, এই সময় জলীয় বাষ্প প্রবেশ করলে বৃষ্টিপাত হওয়া স্বাভাবিক। আজ মঙ্গলবারের আবহাওয়া(WB Weather Update) শুষ্ক থাকলেও, বুধবার থেকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas) এবং বাঁকুড়া (Bankura) জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টির (Light to Moderate Rain) সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর (East Midnapore), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে(WB Weather Update)। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আর‌ও পড়ুন: Horoscope: মঙ্গলবার উন্নতির সুযোগ পাঁচ রাশির!

দার্জিলিংয়ের (Darjeeling) উঁচু পার্বত্য অঞ্চলে (Hill Areas) হালকা তুষারপাত (Snowfall) হতে পারে। বুধবার থেকে রবিবার পর্যন্ত এই তুষারপাতের সম্ভাবনা থাকবে। কালিম্পংয়ের (Kalimpong) পার্বত্য এলাকাতেও বুধবার থেকে হালকা বৃষ্টি হতে পারে।দার্জিলিং ও কালিম্পং জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিংয়ে ঘন কুয়াশার (Dense Fog) সতর্কবার্তা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে (North & South Dinajpur) আজ সকালে ঘন কুয়াশা(WB Weather Update) হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে আজ সকালে কুয়াশা দেখা দিতে পারে। কলকাতাতেও কুয়াশার সম্ভাবনা বেশি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫ শতাংশ। আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েকদিন ধরে চলবে(WB Weather Update) বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।