নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অভিযান শুরু করতে চলেছে ভারত। দুবাইয়ে রোহিত শর্মারা মুখোমুখি হবেন বাংলাদেশের। এদিকে মঙ্গল এবং বুধ দুদিনই বৃষ্টি হয়েছে দুবাইয়ে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিচ্ছে ম্যাচ নিয়ে। বৃষ্টিতে কি ভেস্তে যাবে এই ম্যাচ?
আরও পড়ুনঃ Indian Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়বে ভারত?
যেকোনো প্রতিযোগিতায় প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) প্রথম ম্যাচ জিততে মুখিয়ে থাকবে দুই দলই। এই পরিস্থিতিতে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। উল্লেখ্য, গ্রুপ লিগের ম্যাচের জন্য রিজার্ভ ডে-ও বরাদ্দ করা হয়নি। তাই বৃহস্পতিবার দিনটি ভেস্তে গেলে শুক্রবার পুনরায় চালু হবে খেলা, এমন আশাও নেই।
তবে ক্রিকেটপ্রেমীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নেই। আবহাওয়া সংক্রান্ত একটি নামী ওয়েবসাইট জানাচ্ছে, বৃহস্পতিবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। হয়ত কখনো কম মেঘ থাকবে কখনো বেশি। তবে ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দুপুর আড়াইটা নাগাদ ম্যাচ শুরু হবে। আবহাওয়াবিদরা বলছেন, সেই সময় মাত্র ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রাত বৃষ্টির সম্ভাবনা আরো কমতে থাকবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তবে বৃষ্টি না হলেও আকাশ যেহেতু মেঘলা থাকবে তাই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে বলেই জানানো হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সেইসঙ্গে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিকে হাওয়াও বইবে। যার ফলে পেসাররা সাহায্যও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের প্রথম ম্যাচে যে অন্ততঃ বরুণ দেব বাধা হয়ে দাঁড়াবেন এখনো পর্যন্ত সেই ইঙ্গিতই মিলছে।