Delhi CM: নয়া মুখ্যমন্ত্রী কে, সিদ্ধান্ত নিতে বৈঠক বসছে আজ

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: প্রায় এক যুগের আপ জমানার অবসান ঘটিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। হেরে গিয়েছিলেন আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী (Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সব মিলিয়ে এ বছর রাজধানী জয় এক স্মরণীয় মাইলফলক হয়ে গিয়েছে বিজেপির জন্য। কিন্তু এত কিছুর পরও একটি সমস্যা রয়েই গিয়েছে।

আরও পড়ুনঃ Supreme Court: শুনানিতে উপস্থিত নেই আইনজীবীই, রাজ্যের বিরুদ্ধে মামলায় সিবিআইকে ভর্ৎসনা আদালতের

দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয়লাভ করলেও মুখ্যমন্ত্রী (Delhi CM) কে হবেন, তা এখনও চূড়ান্ত করে উঠতেই পারেনি বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে বুধবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের নিয়ে এই বৈঠক হবে। সেইসঙ্গে এও জানা যাচ্ছে যে, এদিনের এই বৈঠকেই ঠিক হতে পারে নতুন মুখ্যমন্ত্রীর নাম।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন প্রবেশ বার্মা (Pravesh Verma)। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। এছাড়া ভাসছে দিল্লি বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলানো সতীশ উপাধ্যায়ের (Satish Upadhyay) নামও। আবার কেউ কেউ বলছেন, আম আদমি পার্টি’র প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার (Atishi Marlena) বিকল্প হিসাবে কোনও মহিলা মুখকেই দিল্লিতে পরবর্তী মুখ্যমন্ত্রী (Delhi CM) হিসেবে বেছে নিতে পারে বিজেপি। সব মিলিয়ে অনেকগুলি নামই রয়েছে আলোচনায়। তবে সবটাই জল্পনার স্তরে। শেষপর্যন্ত কী হয়, এবার সেটাই দেখার।