Indian Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হতেই ফিল্ডিং চিন্তা বাড়াল ভারতের, পড়ল পরপর ক্যাচ

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) অভিযান শুরু করেছে ভারত (Indian Cricket Team)। শুরুর দিনেই টিম ইন্ডিয়াকে চিন্তায় ফেলে দিল ফিল্ডিং। প্রথম ২০ ওভারের মধ্যেই পড়ল দুটি ক্যাচ। প্রথমে ক্যাচ ফেললেন অধিনায়ক রোহিত। আর তারপর হার্দিক পাণ্ডিয়া।

আরও পড়ুনঃ IND Vs BAN: বিশ্বকাপ ফাইনাল থেকে টানা ১১ টস হার, নয়া নজির টিম ইন্ডিয়ার

বাংলাদেশ ইনিংসের নবম ওভারে হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ চলে এসেছিল অক্ষর প্যাটেলের সামনে। যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বলে তিনি তুলে নেন তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে। এরপর চতুর্থ বলটিও জাকের আলির ব্যাটের কানা ছোঁয়াতে সক্ষম হয়েছিলেন অক্ষর। কিন্তু স্লিপে দাঁড়ানো রোহিত (Rohit Sharma) ফেলে দেন একটি সহজতম ক্যাচ। এই ক্যাচ ফেলে ভারত অধিনায়ককে মাটি চাপড়ে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে। হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেন তিনি।

এরপর ২০ তম ওভারে আরও একটি ক্যাচ পড়ে। এবারে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)।‌ কুলদীপ যাদবের বলে মিড অফে তৌহিদ হৃদয়ের ক্যাচ ছাড়েন তিনি। এই দুই ক্যাচ ড্রপ চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের শুরুর দিনই প্রশ্নের মুখে ফেলে দিল ভারতীয় দলের (Indian Cricket Team) ফিল্ডিংকে। সবথেকে বড় কথা, এই দুই ক্যাচ ড্রপের পূর্ণ সদ্ব্যবহার করে জুটি গড়েছেন দুই বাংলাদেশি ব্যাটার। অর্ধশতরান করেছেন দুজনই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল ফিল্ডিংয়ের। ফাইনালে শেষ ওভারে বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ নিয়ে ভারতকে শিরোপা এনে দেন সূর্য কুমার যাদব। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেই ফিল্ডিং নিয়েই তৈরি হয়ে গেল একরাশ আশঙ্কা। প্রশ্ন কি উঠবে না ফিল্ডিং কোচ টি দিলীপের ভূমিকা নিয়েও? ভারতের পরের দুই ম্যাচ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর নকআউট রয়েছে। এসমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচ ছাড়লে যে বড় খেসারত দেওয়া হতে পারে তা বলাই বাহুল্য।