নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির হাকিমপাড়ায় ইডি অভিযান চালায়। রাজ্যের বিভিন্ন জেলায় চলমান এই তল্লাশি অভিযানটি এনআরআই(NRI)কোটায় ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলার(NRI Quota Scam) শিলিগুড়ির হাকিমপাড়ায় NRI কোটা দুর্নীতি মামলায় ইডির অভিযান সঙ্গে যুক্ত। অভিযোগ উঠেছে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে কিছু পড়ুয়া মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। ইডি-র তদন্তকারীরা এনআরআই কোটায় ভুয়ো শংসাপত্র ব্যবহারকারী শিক্ষার্থীদের বাড়ি হানা দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি চালানো হয়েছে, যেখানে ভর্তির সময় এনআরআই(NRI) কোটায় ব্যাপক দুর্নীতির(NRI Quota Scam) অভিযোগ উঠেছে। ইডি সূত্রের খবর, যোগ্য ছাত্রছাত্রীদের বঞ্চিত করে টাকার বিনিময় ভুয়ো শংসাপত্র তৈরি করা হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় বিপুল পরিমান অর্থের লেনদেন হয়েছে বলে অনুমান করা হচ্ছে(NRI Quota Scam)।
সুপ্রিম কোর্ট এনআরআই(NRI) কোটায় দুর্নীতির(NRI Quota Scam) বিষয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল। সুপ্রিম কোর্ট এই ধরনের দুর্নীতি এবং যোগ্য ছাত্রদের অধিকার খর্ব করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানায় এবং এর পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই ইডি রাজ্যজুড়ে একাধিক স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। শিলিগুড়ির হাকিমপাড়ায় এই অভিযান(NRI Quota Scam) সেই বৃহত্তর তদন্তের একটি অংশ হিসেবেই পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইডির এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, তদন্তের ক্ষেত্রে নতুন তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে(NRI Quota Scam)। এই দুর্নীতির সাথে কারা যুক্ত এবং তাদের ভূমিকা কী, তা জানার জন্য তদন্ত চলছে। আগামী দিনেও এই ধরনের আরও অভিযান চালানো হতে পারে বলে ইডি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।