Suvendu Adhikari: শুভেন্দুর নিশানায় নেই অভিষেক, নতুন সমীকরণের জল্পনা?

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে ফের মমতা-শুভেন্দু দ্বৈরথ। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তিনি কোথায়? এতদিন রাজ্যের বিরোধী দলনেতাকে জবাব দেওয়ার দায়িত্ব বলা যেতে পারে একার কাঁধেই তুলে নিয়েছিলেন অভিষেক। মঙ্গলবারের বিধানসভা তুলে ধরল সম্পূর্ণ ভিন্ন চিত্র। শুভেন্দুর (Suvendu Adhikari) তোলা একের পর প্রশ্নের জবাব দিতে দেখা গেল খোদ মুখ্যমন্ত্রীকেই। যা উস্কে দিচ্ছে নয়া জল্পনা।

আরও পড়ুনঃ RG Kar Case: আরজিকর নিয়ে প্রাক্তন সিপি বিনীত গোয়েলের মামলা শুনবেন না হাই কোর্টের প্রধান বিচারপতি

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয়বারের রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দুকে (Suvendu Adhikari) কার্যত এড়িয়ে যেতে দেখা গিয়েছে মমতাকে (Mamata Banerjee)। রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে শুভেন্দু যে যে প্রতিক্রিয়া দিতেন, বেশিরভাগ ক্ষেত্রে অভিষেকই সেসবের জবাব দিতেন অভিষেক। এমনকি মুখ্যমন্ত্রী তো একবার সরাসরিই জানিয়ে দিয়েছিলেন, ‘‘ওঁর (পড়ুন, শুভেন্দুর) ব্যাপারে প্রতিক্রিয়া জানতে গেলে আমার ব্লক সভাপতিদের জিজ্ঞাসা করবেন!’’

এক কথায়, শুভেন্দুকে যেন অগ্রাহ্য করতেই দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবার সেই মুখ্যমন্ত্রীই ৮২ মিনিট ধরে যে বক্তব্য রেখেছেন, তার সিংহভাগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তোলা একাধিক প্রশ্নের প্রতিক্রিয়া। এদিকে অভিষেক সম্পূর্ণ নিশ্চুপ। যিনি কয়েক মাস ধরেই দলের সাংগঠনিক কাজে ততটা সক্রিয় নন। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁর ভূমিকা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা উস্কে দিচ্ছেন নয়া সমীকরণের জল্পনা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ইদানিংকালে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার এই বার্তা দিয়েছেন যে তৃণমূলে শেষ কথা তাঁরই। তিনিই ঠিক করে দেবেন দল কোন পথে চলবে। তাই কি মুখ্যমন্ত্রী ফের বিরোধী দলনেতাকে জবাব দেওয়ার দায়িত্বে? প্রশ্ন কিন্তু থাকছেই। যদিও তৃণমূলের একাংশের দাবি, শুভেন্দুকে (Suvendu Adhikari) বাড়তি গুরুত্ব দিয়ে ফেলেছেন মমতা। আবার আরেক তৃণমূল নেতার দাবি, শুভেন্দুর তোলা জঙ্গি-যোগের অভিযোগটি কিছুতেই মেনে নিতে পারেননি মমতা। তাই বিরোধী দলনেতাকে তুলোধুনা করতেই এত কথা বলেছেন তিনি।

অর্থাৎ নানা মুনির নানা মত। তবু পাশাপাশি অনেকে এ দাবিও করেছেন যে অতীতে বারবার অভিষেককে শুভেন্দু (Suvendu Adhikari) কড়া ভাষায় আক্রমণ করলেও ইদানিংকালে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নাম তেমন একটা মোটেই মুখে আনেন না তিনি। এখানেই চলে আসছে নয়া সমীকরণের তত্ত্ব। তাহলে কি বঙ্গ রাজনীতিতে অন্য সমীকরণের জন্য সলতে পাকানোর কাজ চলছে তলে তলে? তাই কি বিরোধী দলনেতার মুখে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম? যদিও অভিষেক শিবিরের পক্ষ থেকে বিধানসভায় শুভেন্দুর কার্যকলাপ নিয়ে তাৎপর্যভাবে কেউই মুখ খোলেনি। এখানেই বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন। তবে রাজনীতি অংকের যোগফল যে অনেক সময় দুয়ে দুয়ে চারে গিয়ে শেষ হয় না সে কথা অনেকেই বলছেন। তবে সম্ভাবনার শিল্প রাজনীতিতে এই সমীকরণের আদৌ কোনো তাৎপর্য আছে কি না তা একমাত্র বিরোধী দলনেতাই বলতে পারবেন।