নিউজ পোল ব্যুরোঃ দিল্লিতে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর সামনে আসছে একের পর এক পদাধিকারীর নাম। মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। তিনি হবেন দিল্লির চতুর্থ মুখ্যমন্ত্রী। এবার জানা গেল কে হবেন দিল্লি বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকার । বৃহস্পতিবার দলের নেতারা জানিয়েছেন, রোহিণীর বিধায়ক বিজেন্দ্র গুপ্তাকে(Vijender Gupta) দিল্লি বিধানসভার স্পিকার ( Delhi Assembly Speaker)পদের জন্য বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ডেপুটি স্পিকার হচ্ছেন বিজেপি নেতা মোহন বিষ্ট(Mohan Bisht)।
দলের মনোনয়ন নিশ্চিত করে করেছেন বিজেন্দ্র গুপ্ত। তিনি বলেছেন, “আমি প্রথমে পূর্ববর্তী আপ সরকার কর্তৃক মুলতুবি রাখা সিএজি রিপোর্টগুলি সংসদে উপস্থাপন করব।” জানিয়ে রাখা ভালো তৃতীয় মেয়াদের রোহিণীর বিধায়ক, অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন যে আপ সরকার তাদের কর্মক্ষমতা সম্পর্কে ১৪টি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) রিপোর্ট পেশ করতে বাধা দিচ্ছে। ফেলে রাখা সমস্ত কাজ সম্পন্ন হবে বলেই জানিয়েছেন তিনি। নবগঠিত অষ্টম দিল্লি বিধানসভায় বিজেপির ৪৮ জন বিধায়ক রয়েছে, যেখানে বিরোধী আপের ২২ জন বিধায়ক রয়েছে। বিধানসভার স্পিকার সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/20/delhis-new-chief-minister-reveals-the-future-of-sheeshmahal/
কারাওয়াল নগর থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে মুস্তাফাবাদ আসন থেকে জয়ী হন পাঁচবারের বিধায়ক বিষ্ট । বিষ্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনটি ৮৫,২১৫ ভোট পেয়ে জয়ী হন। বিজেপির বাকি জয়ী প্রার্থীরা কে কোন পদে বসবেন তা জানা শুধু সময়ের অপেক্ষা।