নিউজ পোল ব্যুরো: রাজারহাট ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বাগু এলাকায় (Road Blockade) বেহাল রাস্তার (damaged road) কারণে ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। নিচু জমি ও জলাশয় ভরাটের (lowland filling) জন্য রমরমিয়ে চলছে মাটি বোঝাই ডাম্পারের (dump truck) চলাচল। এই ডাম্পার থেকে মাটি ঝরে পড়ায় রাস্তা বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষত বৃষ্টির পরে রাস্তার অবস্থা কার্যত রণক্ষেত্রের মতো (Road Blockade) ।
আরও পড়ুন: Jadavpur University: ডিজিটাল হিউম্যানিটিজ কোর্সে ভর্তি শুরু
এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিচু জমি ও জলাশয় বুঝিয়ে ফেলে মাটি ফেলা হচ্ছে। এর ফলে রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ইতিমধ্যেই একাধিক বাইক ও সাইকেল আরোহী (bike and cycle riders) উল্টে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্কুলপড়ুয়াসহ (school students) হাজার হাজার পথচারীও (pedestrians) ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে, আজ শুক্রবার সকালে স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধ (road blockade) করে ক্ষোভ প্রকাশ করেন। রাস্তার উপর বাঁশ ও গাছের গুড়ি ফেলে তারা বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশের প্রশাসনের ভূমিকা নিয়েও বাসিন্দারা প্রশ্ন তোলেন।
মাধ্যমিক পরীক্ষার (Madhyamik exam) সময় এমন বেহাল রাস্তার কারণে স্কুলের পরীক্ষার্থীরাও মারাত্মক সমস্যায় পড়েছেন। চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায় জানিয়েছেন, “এই রাস্তা(Bagu Road Blockade) অবরোধের জন্য পঞ্চায়েত থেকে কোনো পারমিশন (permission) দেওয়া হয়নি। এমএলএ আশ্বাস দিয়েছেন যে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” পঞ্চায়েতের উপপ্রধান আক্রামূল আলী মোল্লা বলেন, “রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। এলাকার মানুষ আমাদের কাছে বারবার আবেদন করেছে। পঞ্চায়েত থেকে আমরা বিভিন্ন দফতরে পিটিশন (petition) জমা দিয়েছি। যত শীঘ্রই সম্ভব আমরা ন্যায়বিচার (justice) দাবি করছি।” বেহাল রাস্তার(Bagu Road Blockade) কারণে জনজীবন বিপর্যস্ত হলেও স্থানীয় প্রশাসন এখনও কার্যকর ব্যবস্থা নেয়নি বলে এলাকাবাসীর ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।