IND VS PAK: আহাঃ চ্যাম্পিয়ন্স ট্রফিটাই যদি বিশ্বকাপ হত…

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: অপেক্ষার পালা শেষ হয়ে এল। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (IND Vs PAK)। এমন একটি মঞ্চ যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীরা বেশিরভাগ ক্ষেত্রেই টেক্কা দিয়ে গিয়েছে টিম ইন্ডিয়াকে। এমনকি চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে কাপ নিয়ে বাড়িও ফিরেছে। পাকিস্তান তাই ভাবতেই পারে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফিটাই বিশ্বকাপ হত।

আরও পড়ুনঃ Ranji Trophy: ইতিহাস গড়ে রঞ্জি ফাইনালে কেরল, ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি বিদর্ভের

৫০ ওভারের বিশ্বকাপে যেখানে পাকিস্তান বিরুদ্ধে হেড টু হেড পরিসংখ্যানে ৮-০ এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এগিয়ে ৭-১। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক (IND Vs PAK) হেড টু হেড পরিসংখ্যানে বাবর-রিজওয়ানরা এগিয়ে ৩-২। বিশেষ করে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তো ভারতকে রীতিমত নাস্তানাবুদ করে প্রথমবার শিরোপা ঘরে তোলে পাক দল।

ফুটবলে বিশ্বকাপের থেকেও কঠিন প্রতিযোগিতা মনে করা হয় ইউরো কাপকে। ইউরো জেতা তাই অনেকের মতে বিশ্বকাপ জয়ের থেকে কোনো অংশে কম নয়। একইরকমভাবে ক্রিকেটে মাত্র আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিকে নাম দেওয়া হয়েছে মিনি বিশ্বকাপ। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি তো সরাসরিই জানিয়েছেন, “আমি এই ট্রফিটিকে শুরু থেকেই খুব পছন্দ করি। কারণ এতে কম্পিটিশন খুব বেশি।”

নিউজপোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কোহলি ন্যায্য কথাই বলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় মাত্র ৮টি দল। কিন্তু তারাই ক্রিকেট বিশ্বের সেরা ৮ দল। তাছাড়া লিগ পর্বে প্রতিটি দলের বরাদ্দ মাত্র ৩টি করে ম্যাচ। অর্থাৎ একটা খেলায় পা হড়কানো মানেই খাদের কিনারে চলে যাওয়া।‌ তুলনায় বিশ্বকাপে এক দুটো ম্যাচ হারলেও ফিরে আসার সুযোগ থাকে। যেমন ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে হেরেও চ্যাম্পিয়ন।

‘মিনি বিশ্বকাপ’ তাই কার্যত কোনো অংশেই কম নয় বিশ্বকাপের থেকে। সেখানে ভারত-পাক (IND Vs PAK ) দ্বৈরথে পাকিস্তানের এগিয়ে থাকাটাও তাই যথেষ্টই তাৎপর্যপূর্ণ।