নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ইতিহাস গড়ল কেরালা (Kerala)। প্রথমবার রঞ্জি ট্রফির (Ranji Trophy)ফাইনালে পৌঁছল তারা। ১৯৫৭ সাল থেকে রঞ্জি খেলছে কেরালা। কিন্তু কখনই ফাইনাল (Final) খেলেনি। শুক্রবার গুজরাটের (Gujarat) বিরুদ্ধে নাটকীয়ভাবে প্রথম ইনিংসে (First Innings) মাত্র ২ রানের লিড (Lead) নিয়ে রঞ্জি ফাইনালের (Ranji Final)টিকিট কনফার্ম করলেন শচিন বেবি (Sachin Baby)-জলজ সাক্সেনারা (Jalaj Saxena)।
আরও পড়ুন: Harshit Rana: শুধুই গুরু গম্ভীরের পক্ষপাতিত্ব?
আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম সেমিফাইনালে (First Semi-final) মুখোমুখি হয়েছিল গুজরাট-কেরালা। প্রথমে ব্যাট করে মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddeen) অপরাজিত ১৭৭ রানের উপর ভর করে ৪৫৭ তোলে কেরালা। জবাবে ব্যাট করতে নেমে প্রিয়ঙ্ক পাঞ্চাল (Priyank Panchal) ১৪৮ রান করলেও একটা সময় ৩৫৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। কিন্তু তারপরেও লড়াই চালিয়ে যান গুজরাটের টেল-এন্ডাররা (Tail Enders)। অষ্টম উইকেটে ৭৯ রান যোগ করেন তারা।
৪৪৬ রানে নবম উইকেটের পতন ঘটে গুজরাটের। এরপরে আরও ৯ রান যোগ করে তারা। শেষমেশ ৪৫৫ রানে থেমে যায় গুজরাটের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে লিড (First Innings Lead) পাবার জন্য শুক্রবার সকালে ২৮ রানের মধ্যে গুজরাটের তিন উইকেট (Wicket) ফেলতে হত কেরালাকে। আর সেটাই নাটকীয়ভাবে সম্ভব করে দেখালেন জলজ সাক্সেনা এবং আদিত্য সারওয়াতে (Aditya Sarwate)।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এদিন গুজরাটের শেষ তিনটি উইকেটই পড়েছে নাটকীয় ভঙ্গিতে। শেষমেশ হয়ত রঞ্জি ফাইনালে (Ranji Trophy) পৌঁছানোর স্বপ্ন স্বপ্নই থেকে যেত কেরালার। তখন তাদের স্কোর থেকে মাত্র ২ রান পিছিয়ে ছিল গুজরাট। শেষ উইকেটে ব্যাট করছিলেন আরজান নাগওয়াসোয়াল্লা (Arzan Nagwaswalla)। সারওয়াতের বলে ফ্লিক (Flick) মারতে যান তিনি। বল গিয়ে লাগে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সলমন নিজারের (Salman Nizar) হেলমেটে এবং তারপর যা তালুবন্দি করেন স্লিপে দাঁড়িয়ে থাকা কেরালার অধিনায়ক শচীন বেবি।
দ্বিতীয় ইনিংসে (Second Innings) কেরালার ১১৪/৪ রানের মাথায় দুই দল ম্যাচের ফলাফল ড্র (Draw) করার বিষয়ে একমত হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে প্রথমবার রঞ্জি ফাইনাল (Ranji Trophy) খেলবে কেরালা। কোয়ার্টার ফাইনালেও (Quarter Final) জম্মু-কাশ্মীরের (Jammu & Kashmir) বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ১ রানে এগিয়ে থাকায় জয় পেয়েছিল কেরালা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ৮০ রানে মুম্বাইকে (Mumbai) হারিয়েছে দুবারের চ্যাম্পিয়ন এবং একবারের রানার্স আপ বিদর্ভ (Vidharbha)। আগামী ২৬ ফেব্রুয়ারি রঞ্জির ফাইনালে মুখোমুখি হবে বিদর্ভ এবং কেরালা।