Mohammedan SC: কবে ফিরবেন কোচ? জানিয়ে দিল মহামেডান

ক্রীড়া ফুটবল

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: অবশেষে মহামেডানে (Mohammedan SC) শেষ হল চেরিনিশভ (Andre Chernyshov) যুগের। কলকাতায় আর ফিরছেন না রুশ কোচ। দীর্ঘদিন ধরে টালবাহানার পর শুক্রবার ক্লাবের পক্ষ থেকে বিবৃতি (Press Release) জারি করে জানিয়ে দেওয়া হল যে চেরিনিশভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে মহামেডান। মরশুমের বাকি দিনগুলি অন্তবর্তীকালীন দায়িত্ব সামলাবেন মেহরাজ‌উদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo)। ডার্বিতেও দায়িত্বে ছিলেন যিনি।

আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের ভাগ্য এখন আদালতের হাতে

আই‌এস‌এলে (ISL) আর তিন ম্যাচ বাকি রয়েছে মহামেডানের (Mohammedan SC)। এবারেই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলছে তারা। কিন্তু শুরুটা ভাল করলেও লিগ যত গড়িয়েছে পরপর ম্যাচ হেরে টেবিলের (Points Table) নীচে তলিয়ে গেছে কলকাতার তৃতীয় প্রধান। সঙ্গে দোসর হিসেবে যোগ হয়েছে ক্লাবের নানান আভ্যন্তরীণ সমস্যা। বেতন সমস্যা থেকে মালিকানার বিভাজন সবমিলিয়ে বিগত কয়েক মাসে ঝড় বয়ে চলেছে সাদা কালো শিবিরে।

বেতন না পাওয়ায় একসময় মহামেডান (Mohammedan SC) ফুটবলাররা (Footballer) অনুশীলন (Practice) পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। ক্লাবের এরকম ডামাডোলে তিন মাসের বেতন বকেয়া থাকায় হঠাৎ করেই জানুয়ারি মাসে রাশিয়ার (Russia) বিমান ধরেন মহামেডান কোচ (Coach)। সামাজিক মাধ্যমে সরাসরি ক্ষোভ উগড়ে দেন কর্মকর্তাদের বিরুদ্ধে। সামনে দু দুটো ডার্বি (Derby) থাকা সত্ত্বেও কোচের এইধরণের আচরণে ক্ষুব্ধ হয় ক্লাব কর্তৃপক্ষ। যদিও ক্লাবের পক্ষ থেকে তড়িঘড়ি জানানো হয় যে সাময়িক বিরতির পর তিনি আবার ফিরে আসবেন। ততদিন তার বদলে দায়িত্ব সামলাবেন মেহরাজ‌উদ্দিন ওয়াডু। কিন্তু শেষমেশ চেরিনিশভ আর ফিরছেন না।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

২০২১ সালে মহামেডানের (Mohammedan SC) দায়িত্ব নিয়েছিলেন চেরিনিশভ। তাঁর সময়কালে পরপর দুবার কলকাতা লিগ (CFL) চ্যাম্পিয়ন (Champion) হয় সাদা-কালো ব্রিগেড। ২০২১ সালে ডুরান্ড (Durand Cup) ফাইনালে (Final) এবং আইলিগ (I-League) ২০২১-২২ মরশুমে রানার্স আপ (Runners up) হয় তারা। এরপর ২০২৩ সালে মহামেডানকে আই-লিগ চ্যাম্পিয়ন করে আই‌এস‌এল খেলার ছাড়পত্র এনে দেন তিনি। কিন্তু আই‌এস‌এলে সেভাবে দাগ কাটতে পারেনি তাঁর দল।