Mother Language Day 2025 কলকাতায় ভাষা দিবসে হাজির বঙ্গবন্ধু

কলকাতা রাজ্য

সুভাষ বৈদ্য, কলকাতা: অভিনব ভাবে এপার বাংলায় পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (Mother Language Day 2025) একুশে ফেব্রুয়ারি। কলকাতার একটি ক্লাবের তৈরি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল শেখ মুজিবুর রহমানকে (Sheikh Mujibur Rahman)। আসলে ইনি হলেন বহুরূপী কৃষ্ণ বৈরাগী। একুশে ফেব্রুয়ারি (Mother Language Day 2025) যোগি পাড়া বালক সংঘের উদ্যোগে ভাষা দিবসের শহীদদের (Martyr) শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। সেখানেই ডাক পরে বহুরূপী কৃষ্ণ বৈরাগীর।

আরও পড়ুন: International Mother Language Day: ভাষার জন্য জীবন দেওয়ার এক অমর ইতিহাস

সাজতে হবে শেখ মুজিবুর রহমান। বিগত ২৫ বছরে তাকে বিভিন্ন মনীষী এবং অন্যান্য চরিত্রে দেখা গেলেও শেখ মুজিবুর রহমানের চরিত্রে কখনো দেখা যায়নি। এই প্রথমবার তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করলেন। তার জন্য দীর্ঘদিন ধরে তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে চর্চা করেছেন, তার পোশাক তার শারীরিক ভঙ্গিসহ সমস্ত কিছু নিয়ে।

উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। আর এই পরিস্থিতিতে এপার বাংলায় আজকের দিনে (Mother Language Day 2025) শেখ মুজিবুর রহমানের চরিত্রে দর্শকদের সামনে হাজির বহুরূপী কৃষ্ণ বৈরাগী। তাকে দেখে অনেকেই অবাক। মনে হবে শহীদ মিনারের সামনে শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু বানানো হয়েছে। আসলে তিনি রক্ত মাংসের মানুষ বহুরূপী কৃষ্ণ বৈরাগী। কখনো তাকে দেখা গেছে রামকৃষ্ণের ভূমিকায় কখনো তিনি স্বামী বিবেকানন্দ, কখনো তিনি চার্লি চাপলিনের চরিত্রে অভিনয় করেছেন। পুরুষ হলেও মা কালী রূপে দেখা গিয়েছে তাঁকে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (Mother Language Day 2025) হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়।