নিউজ পোল ব্যুরোঃ গুরুতর দুর্ঘটনার সম্মুখীন সৌরভ গঙ্গোপাধ্যায়। পর পর ধাক্কা সৌরভের গাড়িতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) গাড়ি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার (Accident) কবলে পরে । প্রাক্তন ভারত অধিনায়ক বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন । দুপুরে দুর্ঘটনাটি ঘটে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময়ে সিঙ্গুরের কাছে ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে সৌরভ যখন যাচ্ছিলেন তখন হাইওয়েতে একটি লরি আচমকা তাঁর গাড়িকে চাপতে থাকে। বিপদ এড়াতে দ্রুত ব্রেক কষেন গাড়ির চালক। তাতেই ঘটে বিপত্তি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) গাড়িতে পিছন থেকে এসে পর পর ধাক্কা মারে গাড়ি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ‘দাদা’। ঘটনায় সৌরভের গাড়ির বা তাঁর বা চালকের কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন দাদপুর থানার এক পুলিশ অফিসার।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় বিপদ এড়িয়েছেন। রেঞ্জ রোভারের মতো শক্তপোক্ত গাড়ি হওয়ায় হওয়ায় তেমন কোনও আঘাত লাগেনি তাঁর। তবে দুর্ঘটনার পর যাবতীয় কর্মসূচীতে এদিন যোগ দেন সৌরভ। মহারাজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে গিয়ে সেখানের অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন । বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সৌরভকে সম্বর্ধনা দেওয়া হয়। সৌরভ বলেন, “আমি আপ্লুত। খুব ভাল লাগছে বর্ধমানে আসতে পেরে। তার থেকেও খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বিডিএস (বর্ধমান ক্রীড়া সংস্থা)-এর পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ আসতে পেরে খুব ভাল লাগছে। ৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এই ভাবে জেলা থেকে খেলোয়াড় তুলতে হবে।”