নিউজ পোল ব্যুরো: এক সময় বলিউডে ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’ সিনেমার মাধ্যমে পরিচিত পেয়েছিলেন নার্গিস ফকরি (Nargis Fakhri)। তবে সময়ের সঙ্গে তার এবং বলিউডের (Bollywood) সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরী হয়। অভিনেত্রী তারপর বলিউড ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। এক সময় রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে তার সম্পর্ক (Relation) ছিল,যা বেশ আলোচিত হয়েছিল। এরপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার (Uday Chopra) সঙ্গে তার সম্পর্ক চলছিল,তবে সেই সময় তিনি সম্পর্কের (relationship)বিষয়ে কিছু জানাননি। সম্পর্ক ভাঙার পর নার্গিস (Nargis Fakhri) নিজের মন ভাঙার কাহিনী প্রকাশ করেন। এরপর থেকেই একাধিকবার তার ব্যক্তিগত জীবনে চড়াই উতরাই এসেছে।
দীর্ঘ সময় পর বর্তমানে নার্গিস ফকরি (Nargis Fakhri) সুখী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি সম্প্রতি বিয়ে করেছেন এবং তার স্বামী হচ্ছেন টোনি বেগ (Tony Beg),যিনি একজন ব্যবসায়ী। তাদের বিয়েটি ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের (Beverly Hills) একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হয়েছে,যেখানে উপস্থিত ছিলেন তাদের খুব কাছের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন। এই বিশেষ দিনে নবদম্পতির ছবি এখনও প্রকাশিত হয়নি,তবে তাদের এক ঘনিষ্ঠ বন্ধু সোশাল মিডিয়ায় (Social Media)একটি পাঁচ তলা কেকের ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা ছিল, ‘শুভ বিবাহ এনটি ও টিবি’।
বিয়ের পর নবদম্পতি তাদের মধুচন্দ্রিমার জন্য সুইৎজারল্যান্ড (Switzerland)পারি দিয়েছেন। যদিও তাদের বিয়ের ছবি এখনও প্রকাশ্যে আসেনি,তবে তাদের সম্পর্কের প্রতি নেটাগরিকদের আগ্রহ ও শুভকামনা যেন নতুন অধ্যায়ের সূচনা করছে।