WBHS Exam 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশিকা

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা(WBHS Exam 2025) কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। এবারের পরীক্ষাই শেষবারের মতো বার্ষিক নিয়মে অনুষ্ঠিত হবে, কারণ ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন সেমেস্টার (Semester) পদ্ধতি চালু হচ্ছে। সেমেস্টার নিয়ম(Semester System) চালু হওয়ার ফলে শুধুমাত্র সিলেবাস নয়, পরীক্ষার পদ্ধতিতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়মের কারণে পরীক্ষার্থীরা প্রথম থেকেই দুশ্চিন্তায় ছিলেন, বিশেষ করে ক্যালকুলেটর (Calculator) ব্যবহারের বিষয়ে। বার্ষিক পরীক্ষায় যেখানে ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি ছিল, সেখানে নতুন সেমেস্টার নিয়মে পরীক্ষায় ক্যালকুলেটর(Calculator) নিষিদ্ধ করা হয়েছিল বলে জানায় শিক্ষা সংসদ। এতে অনেক পরীক্ষার্থী এবং শিক্ষাবিদদের পক্ষ থেকে আপত্তি ওঠে। তবে শিক্ষা সংসদ এবার নতুন নির্দেশিকা প্রকাশ করে ক্যালকুলেটর(Calculator) ব্যবহারের বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায়, অর্থাৎ সেমেস্টার নিয়মে একাদশের প্রথম ও দ্বিতীয় সেমেস্টার এবং দ্বাদশের তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এই অনুমতি শুধুমাত্র প্র্যাক্টিক্যাল (Practical) পরীক্ষার জন্য প্রযোজ্য, কোনো থিওরি (Theory) পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন সেমেস্টার(WBHS Exam 2025) পদ্ধতিতে পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই শিক্ষা সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষা সংসদ ক্যালকুলেটরের ধরন সম্পর্কেও স্পষ্ট নির্দেশ দিয়েছে। পরীক্ষার্থীরা শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, যেখানে সাধারণ গাণিতিক (Arithmetic), ত্রিকোণমিতি (Trigonometry), এক্সপোনেনশিয়াল (Exponential) এবং লগারিদম (Logarithm) ফাংশন থাকবে। তবে বিজ্ঞানভিত্তিক উন্নত ফিচার যুক্ত বৈজ্ঞানিক ক্যালকুলেটর (Scientific Calculator) ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা(WBHS Exam 2025) সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে বলেন, “পরীক্ষার্থীদের সুবিধার্থে সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে বৈজ্ঞানিক ক্যালকুলেটর এখনও নিষিদ্ধ থাকবে।” এই নতুন নিয়ম পরীক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও থিওরি পরীক্ষায় ক্যালকুলেটর নিষিদ্ধ থাকার ফলে অনেকের জন্য এটি চ্যালেঞ্জিং(Challenging) হতে পারে। তবে শিক্ষা সংসদ মনে করছে, এই নিয়ম ভবিষ্যতে শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতা আরও উন্নত করতে সাহায্য করবে।