IND Vs PAK: চিন্তায় রোহিতরা! এই কারণে পাকিস্তানের বিরুদ্ধে হারতে পারে ভারত

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: রবিবার দুবাইয়ে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND Vs PAK)। যে খেলার জন্য বছরভর চাতকের মত অপেক্ষায় থাকে ক্রিকেট দুনিয়া। শুধু তো ম্যাচ নয় এটি, কার্যত এক মহাযুদ্ধ। তাই খাতায়-কলমে যে দলই এগিয়ে থাকুক না কেন, দিনের দিন কী হবে তা কেউ জানে না।

আরও পড়ুনঃ Fakhar Zaman: দুর্ভাগ্যজনক! ঝরঝর করে কান্না ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে নাস্তানাবুদ করা পাক ওপেনারের

চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে (IND Vs PAK) ফকর জামানকে (Fakhar Zaman) পাচ্ছে না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে নামার আগে এই ঘটনা যে পাকিস্তান শিবিরের জন্য এক বড় ধাক্কা তা আর বলার অপেক্ষা রাখে না। তবু নিশ্চিন্ত হওয়ার জো কোথায় রোহিদদের? কারণ দলটির নাম যে পাকিস্তান (Pakistan Cricket Team)।

পাকিস্তান এমন একটি দল যারা অঘটন ঘটানোয় সিদ্ধহস্ত। বিশেষ করে তারা যখন খাদের কিনারে চলে যায়, তখনই যেন আরো বেশি করে জ্বলে উঠতে দেখা যায় তাদের। ঠিক যেমন হয়েছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রাথমিক পর্বে প্রথম দুই ম্যাচে ভারত এবং জিম্বাবুয়ের কাছে হারলেও শেষ পর্যন্ত ফাইনাল খেলেছিল বাবর আজমের দল।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এক কথায় পাকিস্তান এমন একটি দল যারা কখন কী করে ফেলবে, তা বোধহয় স্বয়ং সৃষ্টিকর্তারও ধারণার বাইরে। তার ওপর দলে রয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের মত ঘাতক বোলাররা। এঁদের একজনও একবার ছন্দ পেয়ে গেলে শক্তিশালী ভারতীয় ব্যাটিংকে একার হাতে ধ্বংস করে দিতে সক্ষম। তাছাড়া ভারত-পাকিস্তান (IND Vs PAK) দ্বৈরথ মানে যত না ব্যাট-বলের লড়াই, যুদ্ধটা যে তার থেকেও বেশি স্নায়ুর, এ কথা কে না জানে? মাঠের মধ্যে নিজের স্নায়ুর উপর যে যত বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবে শেষ পর্যন্ত বাজি মারবে সেই।

এখানে একটা ক্যাচ পড়লেও ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) ফিল্ডিংয়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে।‌ বাংলাদেশের বিরুদ্ধে দুটি সহজ ক্যাচ ফেলেছিলেন অধিনায়ক রোহিত এবং হার্দিক পাণ্ডিয়া। পাকিস্তান ম্যাচে এই ভুলের পুরনাবৃত্তি ঘটলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতেই পারে। তাই খাতায়-কলমে যতই বিশেষজ্ঞরা রোহিতদের এগিয়ে রাখুন না কেন, রবিবারের ম্যাচে আসলে কেউই এগিয়ে নেই। ০-০ অবস্থাতেই শুরু হবে ম্যাচ। আর তারপর? দেখা যাক।