নিউজ পোল স্পোর্টস ব্যুরো: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (IND Vs PAK)। এদিকে মাঠে বল গড়ানোর আগে থেকেই উত্তেজনায় ফুটছে ক্রিকেট মহল। আসলে ভারত-পাক ম্যাচ মানে শুধু তো ম্যাচ নয়। কার্যত এক মহাযুদ্ধ এটি। তবে ইদানিংকালে দুই দলের দ্বৈরথে অনেকটাই এগিয়ে ভারত।
আরও পড়ুনঃ IND Vs PAK: চিন্তায় রোহিতরা! এই কারণে পাকিস্তানের বিরুদ্ধে হারতে পারে ভারত
বিশেষ করে, আইসিসি ট্রফিতে ভারতেরই রমরমা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেড টু হেড (IND Vs PAK) পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। ৫টি খেলার মধ্যে ৩টিতে জিতেছে তারা। এর মধ্যে রয়েছে ২০১৭ ফাইনালও। তবু ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ যোগ করলে ভারতের ধারেপাশেও নেই চিরশত্রুরা। ওডিআই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক (IND Vs PAK) দ্বৈরথে যথাক্রমে ৮-০ এবং ৭-১ এগিয়ে ভারত।
তিনটি আইসিসি ট্রফি একত্রে ধরলে দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে ভারত এগিয়ে ১৭-৪। কিন্তু কেন এই আকাশ-পাতাল ফারাক? একদিনের ক্রিকেটে সার্বিকভাবে ১৩৫ ম্যাচে পাকিস্তান জিতেছে ৭৩ টি ম্যাচ আর ভারত জিতেছে মাত্র ৫৭ বার। কিন্তু আইসিসি ইভেন্টে এলেই কেন বারবার মুখ থুবড়ে পড়ে ওয়াঘার ওপারের প্রতিনিধিত্বকারীরা?
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আসলে স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের সমীকরণটা যে রকম তাতে
ভারত-পাকিস্তান (IND Vs PAK) দ্বৈরথ মানে যত না ব্যাট-বলের লড়াই, যুদ্ধটা যে তার থেকেও বেশি স্নায়ুর। এখানেই বারবার বাজি মেরে গিয়েছে ভারত। ভারত-পাকিস্তান (IND Vs PAK) মানেই মহারণ। তার ওপর মঞ্চটা যদি হয় বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি তাহলে এক অনন্ত চাপের মধ্যে থাকেন ক্রিকেটাররা।
বেশিরভাগ ক্ষেত্রেই পাকিস্তানি ক্রিকেটাররা এই চাপটা নিতে পারেন না। তাই অনেক ক্ষেত্রেই এমন হয়েছে যে ম্যাচে ভাল জায়গায় থেকেও শেষ পর্যন্ত হেরে গিয়েছে তারা। আর এটা যত দিন যাচ্ছে তত বেশি করে বাড়ছে। কারণ, বড় ট্রফিতে বারবার ভারত আমাদের নাস্তানাবুদ করে। এই চিন্তা যতবারই খেলতে নামেন, ততবারই মাথায় ভিড় করার কথা পাক ক্রিকেটারদের। হয়ত এতেই মানসিকভাবে খানিকটা পিছিয়ে যান তারা। উল্টোদিকে ভারতের কি চাপ নেই? না সে কথাও বলা যায় না। বরাবর জিতে এসেছি, এবারও জিততে হবে। এই চিন্তা বিরাট-রোহিতদের মাথায় আসতে বাধ্য। কিন্তু তাঁরা স্নায়ুর উপর নিয়ন্ত্রণটা খুব ভাল রাখতে জানেন। হয়ত এটা আইপিএল খেলার কারণেই। যেখানে অনেক ম্যাচেই দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়।