Birbhum News: বীরভূমে পরিচয় শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া, পরিবারের পাশে কাজল শেখ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বীরভূম জেলার নানুর (Nanoor) থানার অন্তর্গত শেরপুর (Sherpur) গ্রামের এক পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) মৃত্যুর ঘটনায়(Birbhum News) শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। জীবন-জীবিকার সন্ধানে চেন্নাইয়ে (Chennai) পাড়ি জমিয়েছিলেন ওই গ্রামের বাসিন্দা রিন্টু শেখ (Rintu Sheikh)। এক বছর এক মাস ধরে তিনি সেখানে রাজমিস্ত্রির (Construction Worker) কাজ করছিলেন। তবে কর্মক্ষেত্রে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা তার জীবন কেড়ে নেয়। গত ২১শে ফেব্রুয়ারি চেন্নাইয়ে কাজ করার সময় পা পিছলে তিনি এক বহুতল ভবনের ভাড়া (Scaffolding) থেকে নিচে পড়ে যান। তারপরই বিদ্যুতের (Electric Shock) সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় রিন্টু শেখের। এই আকস্মিক মৃত্যু তার পরিবারকে গভীর শোকের মধ্যে ফেলে দিয়েছে। তার পরিবারে রয়েছেন স্ত্রী এবং দুটি কন্যা সন্তান।

পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে ছুটে যান বীরভূম জেলা পরিষদের (Birbhum Zilla Parishad) সভাধিপতি কাজল শেখ (Kajol Sheikh)। আজ তিনি শেরপুর গ্রামে মৃত রিন্টু শেখের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। শুধু সমবেদনা জানানোই নয়, জেলা পরিষদের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সাহায্য (Financial Assistance) প্রদান করেন তিনি। তবে সবচেয়ে বড় দুঃখের বিষয়, রিন্টু শেখের নাম রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক প্রকল্পে (Migrant Worker Scheme) নথিভুক্ত ছিল না। ফলে এই সরকারি প্রকল্পের কোনও সুবিধা (Government Benefits) তার পরিবার(Birbhum News) পায়নি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, “বীরভূমের সমস্ত পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) কাছে আমার অনুরোধ, তারা যেন অবিলম্বে নিজেদের নাম রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক প্রকল্পে (State Government Migrant Worker Registration) নথিভুক্ত (Register) করেন। এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনার শিকার শ্রমিকদের পরিবার আর্থিক সহায়তা (Financial Compensation) পেতে পারে।”

রিন্টু শেখের মৃত্যু আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার (Worker Safety) প্রশ্নকে সামনে এনে দিয়েছে। জীবিকার জন্য বহু শ্রমিকই প্রতিনিয়ত ভিনরাজ্যে (Other States) পাড়ি জমাচ্ছেন, কিন্তু অনেকেই কোনওরকম সরকারি নথিভুক্তিকরণ (Official Registration) না করেই কাজ করছেন। ফলে দুর্ঘটনার(Birbhum News) শিকার হলে তাদের পরিবার সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিক সংগঠনগুলোর (Labour Unions) পক্ষ থেকেও দাবি উঠছে, যাতে পরিযায়ী শ্রমিকদের জন্য আরও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা (Safety Measures) গ্রহণ করা হয় এবং সরকারী প্রকল্পগুলির (Government Schemes) প্রসার ঘটানো হয়।