নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে সাম্প্রতিক ঝড়-বৃষ্টির পর আপাতত আবহাওয়া(WB Weather Update) শুষ্ক ও স্থিতিশীল থাকবে। আবহাওয়া দপ্তরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে রাজ্যে আবহাওয়ার (West Bengal Weather) পরিবর্তন দেখা যাবে। তবে টানা বৃষ্টির ফলে আগামী দু’দিনের মধ্যে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে বুধবারের মধ্যে পারদ এক ধাক্কায় ৩ ডিগ্রি পর্যন্ত নিচে নামার সম্ভাবনা রয়েছে। তবে এই শীতল আবহাওয়া স্থায়ী হবে না। সপ্তাহান্তে (Weekend) ফের বাড়বে তাপমাত্রা, ফলে মার্চের শুরু থেকেই গরমের (Summer) অনুভূতি স্পষ্ট হতে শুরু করবে। শীতের শেষ স্পর্শটুকুও এরপর আর অনুভূত হবে না।
আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে মঙ্গলবার রাজ্যের কিছু জেলায় মেঘলা আকাশ (Cloudy Sky) থাকার সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টির (Rain) কোনো পূর্বাভাস নেই। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি কলকাতাসহ (Kolkata Weather) সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া(WB Weather Update) মনোরম থাকবে, অন্তত আগামী রবিবার (Sunday) পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী দু’দিনের মধ্যে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে, তবে তারপর থেকে পারদ উর্ধ্বমুখী হবে।
উত্তরবঙ্গে (North Bengal Weather) অবশ্য ভিন্ন আবহাওয়া পরিস্থিতি (Weather Condition) বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) এবং জলপাইগুড়ি (Jalpaiguri)-তে বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাগুলোতে এবং সিকিমে (Sikkim) তুষারপাত (Snowfall) হওয়ার সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু অংশে হালকা কুয়াশা (Fog) দেখা যেতে পারে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি থেমে যাবে। সুতরাং, সাম্প্রতিক ঝড়-বৃষ্টির (Storm and Rain) পরে দক্ষিণবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে শুকনো হয়ে উঠবে এবং সপ্তাহান্তে গরম(WB Weather Update) বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে সাময়িক বৃষ্টি ও পাহাড়ি এলাকায় (Hilly Areas) তুষারপাত হতে পারে, তবে সেটাও বেশি স্থায়ী হবে না।