নিউজ পোল ব্যুরো: সল্টলেক সেক্টর ফাইভের রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে(BJP Conference Bengal) বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করলেন (Press Conference) বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। এই বৈঠকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যদি অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সনাতনী সমাজের (Sanatani Community) প্রতিক্রিয়া আরও তীব্র হবে।’’ বিজেপি নেতা রাজ্য শিক্ষা দপ্তরের (Education Department) এক বিজ্ঞপ্তি নিয়ে সরব হন, যেখানে বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) ছুটি বাতিল করে ঈদ-উল-ফিতরের (Eid-ul-Fitr) জন্য দু’দিন ছুটির ঘোষণা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘‘এই সিদ্ধান্ত হিন্দুদের (Hindu Community) আবেগে আঘাত করছে।’’
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/sukant-majumdar-slams-cm-mamata-banerjee-over-kmc-holiday-notice/
বৈঠকে(BJP Conference Bengal) কুম্ভ মেলার (Kumbh Mela) প্রসঙ্গ তুলে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মহাকুম্ভকে (Maha Kumbh) ‘মৃত্যু কুম্ভ’ বলে অপমান করা হচ্ছে। মাননীয়া (রাজ্যের মুখ্যমন্ত্রী) বারবার সনাতন ধর্মের (Sanatan Dharma) প্রতি আঘাত হানছেন।’’ নদীয়া জেলার (Nadia District) নাকাশীপাড়া থানার গোপালপুর গ্রামে মসজিদ কমিটির (Mosque Committee) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এলাকায় গান-বাজনা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘‘এটি হিন্দু সংস্কৃতির (Hindu Culture) ওপর সরাসরি আঘাত।’’ প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) দুর্নীতিতে চার্জশিট (Charge Sheet) দাখিল প্রসঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘পশ্চিমবঙ্গে অনেক ‘অভিষেক’ রয়েছেন যারা টাকা নিয়েছেন, অথচ তারাই এখন প্রতিক্রিয়া দিচ্ছেন।’’
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/mother-gives-birth-to-4-children-at-once-in-malda/
আগামীকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের (TMC) ‘মেঘা বৈঠক’ (Mega Meeting) হওয়ার কথা। এই প্রসঙ্গে বিজেপি নেতা কটাক্ষ করে বলেন, ‘‘এই বৈঠক ১৫ হাজার লোকের জমায়েত হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। এটিকে মেলা বা ফ্যান ক্লাবের (Fan Club) মতোই মনে হচ্ছে।’’ মেট্রো রেল (Metro Rail) সম্প্রসারণের জন্য জমি সংক্রান্ত সমস্যা নিয়েও সরব হন বিজেপি নেতা। তিনি বলেন, ‘‘রাজ্য এতদিন জমি দেয়নি, যার ফলে মেট্রো প্রকল্পের (Metro Expansion) কাজ আটকে ছিল। এখন রাজ্য সরকারই মেট্রোর কাছে জমির জন্য অনুরোধ করছে। শুধু মেট্রো নয়, হলদিয়া-জগদীশপুর পাইপলাইন (Haldia-Jagdishpur Pipeline) এবং বিমানবন্দর (Airport) প্রকল্পও জমি সমস্যার কারণে আটকে রয়েছে।’’
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/rajasthan-dholpur-road-accident-overloaded-truck-overturns/
বৈঠকে(BJP Conference Bengal) বিজেপি নেতা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘মহুয়া মৈত্র বলেছেন, মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ‘ছিঁচকে চোর’ (Petty Thief) এবং ‘রঘু ডাকাত’ (Raghu Dacoit)। তাহলে ‘মহা ডাকাত’ (Biggest Thieves) কারা?’’ ডায়মন্ড হারবার (Diamond Harbour) এলাকায় আইসিইউতে (ICU) শ্লীলতাহানির (Molestation) অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘‘সেবাশ্রয়ের (Healthcare) সেবাদাতাদের ব্যাখ্যা দেওয়া উচিত।’’ বিজেপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘যদি রাজ্য সরকার অবিলম্বে ব্যবস্থা না নেয়, তাহলে সনাতনী সমাজ জেগে উঠবে, যার পরিণতি রাজ্যের জন্য সুখকর হবে না।’’