Maha Shivaratri: শুধু উপোস করলেই হয় না, সঠিক নিয়ম না মানলে শিবরাত্রি ব্রত বৃথা

oftbeat অফবিট সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: ফাল্গুন মাসের শিবরাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি (Maha Shivaratri)। প্রতি মাসেই একটি করে শিবরাত্রি হয়। তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত শিবরাত্রির তাৎপর্য সবথেকে বেশি। সেই কারণেই এটি মহাশিবরাত্রি। হিন্দু ধর্মের মানুষদের জন্য অত্যন্ত পবিত্র এই দিন। তাই অনেকেই এদিন সারাদিন উপবাসী থেকে জল ঢালেন বাবা ভোলানাথের মাথায়।

আরও পড়ুনঃ Maha Shivaratri: পুরোহিতের দরকার নেই, নিজেই করতে পারেন শিবের পুজো, কীভাবে জেনে নিন

তবে আর পাঁচটা পুজোর মত শিব পুজোরও কিছু নিয়ম রয়েছে। যা জানা অত্যন্ত জরুরি। শুধু সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢাললেই হল না। যদি যথার্থ নিয়ম মেনে উপোস না করা হয় তাহলে সেই উপোস বৃথা। সেইসঙ্গে বৃথা হয়ে যায় শিবরাত্রি ব্রত। তাই মহাশিবরাত্রির (Maha Shivaratri 2025) দিন চলুন, এক নজরে দেখে নেওয়া যাক শিবরাত্রির ব্রত করলে কী কী নিয়ম অবশ্যই মেনে চলতে হবে।

Maha Shivaratri

ভগবান শঙ্করকে বলা হয় ভোলানাথ। তিনি তিনটি বেলপাতা আর ধুতরা ফুলেই সন্তুষ্ট। তাঁর পুজোয় অতিরিক্ত আড়ম্বরের প্রয়োজন নেই। মহাদেব শুধু ভক্তি আর নিষ্ঠা চান তাঁর ভক্তের কাছে। তাই ডায়াবেটিস, প্রেশারের সমস্যা কিন্তু গ্যাসের সমস্যা থাকলে পুরোপুরি উপোস করার দরকার নেই। উপোস না করলে একবার ফল খাওয়া যেতেই পারে এদিন। যদিও উপোস করলেই সর্বোত্তম ফল মেলে। তবে ফল এবং দুধ খেলেও দেবাদিদেব অপরাধ নেন না।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

শুধু মনে রাখতে হবে যে মহাশিবরাত্রির (Maha Shivaratri) দিন মাছ-মাংস এবং মদ একদমই নয়। সেইসঙ্গে পেঁয়াজ-রসুন থেকেও দূরে থাকতে হবে। নিরামিষ খেলে খাবারে সাধারণ নুনের পরিবর্তে সৈন্ধব লবণ দিতে পারেন। এছাড়া গম, চাল এবং যেকোনো গোটা শস্যজাত খাবারও এড়িয়ে চলতে হবে। তবে এ সমস্ত নিয়মই যারা ভোলে বাবার আরাধনা করবেন, তাদের জন্য। যাঁরা শিবরাত্রির ব্রত পালন করছেন না তাঁদের জন্য নয়।

শেষে আসি পুজো পদ্ধতিতে। নিশ্চয়ই জানেন যে মহাশিবরাত্রির পুজো ৪ প্রহরে করতে হয়? এই ৪ প্রহরে জল, দুধ, ঘি, দই, মধু, চন্দন এবং গঙ্গাজল শিবলিঙ্গে নিবেদন করতে হয়। অর্পণ করতে হয় বেলপাতা। তবে ভুল করেও তুলসি পাতা অর্পণ করবেন না যেন।‌