Rajarhat: রাজারহাটে নির্মিয়মান বহুতলের কাজ করতে গিয়ে বিপত্তি

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাজারহাটে (Rajarhat) দুর্ঘটনা। রাজারহাট নাঙ্গলপোতায় একটি নির্মিয়মান বহুতলের কাজ করতে গিয়ে বিপত্তি। ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ দুই শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ ও দমকল কর্মীরা। উদ্ধারে হাত লাগায় শ্রমিকরাও। একজনকে উদ্ধার করা গেলেও আরেকজনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে নির্মিয়মান বহুতলের কুঁয়োর জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল । সূত্রের খবর, দুপুর একটা নাগাদ আচমকাই পাশের মাটি ধস নেমে চাপা পড়ে দুই শ্রমিক। সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী, রাজারহাট থানা ও শ্রমিকদের নিয়ে ওই দুই শ্রমিক খোঁজে তল্লাশি চালানো হয়। একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ এক। তাঁকে উদ্ধারের কাজ চলছে বলে জানানো হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রকল্পের অন্যান্য কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। নিখোঁজের পরিবারের সদস্যরা খবটি জানার পরেই কান্নায় ভেঙে পড়েছেন।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/27/cm-mamata-banerjee-instructs-anubrata-mondal-to-work-together-with-kajal-sheikh/

সূত্রের খবর, এদিন সকাল থেকে মাটি খোঁড়ার কাজ করছিলেন তারা। দুপুর একটা নাগাদ আচমকাই পাশের মাটি ধস নেমে চাপা পড়ে দুই শ্রমিক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজারহাট থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকার্য। দু’জনের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ে পুলিশ।রাজারহাটে (Rajarhat) নিখোঁজ যে শ্রমিককে উদ্ধার করা হয়েছে তার নাম শ্যাম মন্ডল। পুলিশ জানিয়েছে, দুজনের বাড়ি ভাঙ্গরের সর্বমঙ্গলা পুর এলাকায়।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সূত্রের খবর, নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে প্রথমে শ্যাম মণ্ডলকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে দমকল আধিকারিক ও রাজারহাট থানার পুলিশ। পরে উদ্ধার করা হয় নিখোঁজ অভিজিৎ মণ্ডল। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রকল্পের অন্যান্য কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজের পরিবারের লোকজনেরা কান্নায় ভেঙে পড়েছেন।