Cyber Crime: পুলিশ সেজে প্রাক্তন সেনাকে ভয় দেখিয়ে টাকা লুঠ, পুলিশের জালে ১

অপরাধ কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: সারা দেশে সাইবার অপরাধের (Cyber Crime) পরিমাণ যেভাবে বেড়েই চলেছে তা সত্যিই চিন্তার বিষয়। এবার এমনই সাইবার অপরাধীদের পাল্লায় পড়ে প্রতারিত হলেন জনৈক প্রাক্তন সেনা জওয়ান। অভিযোগ, তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করে ধাপে ধাপে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। তাঁর অভিযোগের ভিত্তিতে গুজরাটের সুরাটে হানা দিয়ে একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ।

আরও পড়ুনঃ Maheshtala Fire: কাকভোরে মহেশতলার চায়ের দোকানে কেন লাগল আগুন?

পুলিশ সূত্রের খবর, প্রাক্তন সেনা কর্মী মিহির কুমার রায় নিউটাউনের বাসিন্দা। তিনি সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় (Bidhannagar Cyber Crime Police Station) অভিযোগ করেন যে কিছুদিন আগে অনলাইনে একটি ভিডিও কল পান। কলের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে জানায় প্রাক্তন সেনাকর্মী মিহিরবাবুর অ্যাকাউন্ট থেকে কয়েকটি অবৈধ ট্রানজাকশন হয়েছে। এরপরই শুরু হয় ভয় দেখানো। মিহিরবাবুকে হুঁশিয়ারি দেওয়া হয় এর জন্য তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে জারি হওয়া ভুয়ো অ্যারেস্ট ওয়ারেন্টের কপিও দেখানো হয় উক্ত ভিডিও কলে।

অভিযোগ, এরপর প্রতারিত বৃদ্ধ প্রাক্তন সেনাকর্মীর আধার নম্বর ভেরিফাই করে তাঁকে ঘর থেকে না বেরোতে নির্দেশ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়, আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে ডিজিটালি গ্রেপ্তার করা হয়েছে। আর তরপরই এই গ্রেপ্তার থেকে মুক্তির শর্তসাপেক্ষে ধাপে ধাপে তাঁর থেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রতারিত প্রাক্তন সেনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে টাকা নেওয়া হয়েছে তার কিছু অংশ সোনা কিনতে ব্যবহার করা হয়েছে। এই ট্রানজাকশনের সূত্র ধরেই সুরাটে হানা দিয়ে অভিযুক্ত গণ্ডালিয়া দীপেন বিনোদ ভাইকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার (Bidhannagar Cyber Crime Police Station) পুলিশ। সূত্রের খবর, ধৃত ব্যক্তি ছাড়া আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে এও খতিয়ে দেখা হচ্ছে যে আর কোথায় কোথায় এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে।