নিউজ পোল ব্যুরো: এ বিতর্ক যেন থামছেই না! রণবীর ইলাহাবাদিয়া (Ranbir Allahabadia) এবং সময় রায়নার বিতর্কিত মন্তব্যের তদন্তে রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) সমন পাঠানো হয়েছিল।তবে প্রথমে তিনি তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান।পাল্টা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।তবে শেষ পর্যন্ত মত পরিবর্তন করে মহারাষ্ট্র সাইবার সেলে (Cyber cell) বয়ান দেওয়ার জন্য প্রস্তুত হন।তদন্তে সাহায্য করার আশ্বাসও দেন রাখি।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/ananya-sukanta-engagement-love-story/
‘ইন্ডিয়া’জ গট ট্যালেন্ট’ শোতে রণবীরের বিতর্কিত মন্তব্যের পর,তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।যেহেতু তিনি ওই অনুষ্ঠানে বার বার অংশগ্রহণ করেছিলেন,তাই তদন্তে তাকে তলব করা হয়।২৭ ফেব্রুয়ারি সোমবার মহারাষ্ট্র সাইবার সেলের (Maharashtra Cyber Cell) পক্ষ থেকে তাকে সমন পাঠানো হয়।তবে এই সামনের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং জানান,’ধর্ষণের অনেক মামলা জটিল হয়ে পড়েছে,সেগুলো আগে সমাধান করা উচিত।’ এছাড়া দুবাইয়ে (Dubai) থাকার কারণে ভিডিও কোলের মাধ্যমে বয়ান (Statement) দিতে প্রস্তুতি জানান তিনি।
রাখি আরও জানান,তিনি শুধুমাত্র সাক্ষাৎকারের জন্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন,কোন ধরণের অশালীন মন্তব্য (Indecent comments) করেননি।তার মতে এই মুহূর্তে তার হাতে তেমন কাজ নেই এবং তিনি কষ্টে দুবাইয়ে দিন কাটাচ্ছেন।তাই ফোনে তদন্তে কোনও লাভ হবে না বলে তিনি মনে করেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
‘ইন্ডিয়া’জ গট ট্যালেন্ট’ শোতে রণবীর এক প্রতিযোগীকে বলেছিলেন,তুমি কি নিজের বাবা-মাকে সঙ্গম করতে দেখবে নাকি, তাদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে চাও? এই মন্তব্যের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন রণবীর। এর পর তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন, কমেডি নিয়ে আমার কোনো ধারণা নেই। ইতিমধ্যে রণবীর (Ranbir Allahabadia) নিজের ভুল স্বীকার করে পুলিশের কাছে বয়ান দিয়েছেন এবং জানিয়েছেন,তার এমন মন্তব্য করা উচিত হয়নি।
এমন পরিস্থিতিতে,রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) মত বিতর্কিত তারকা যদি তদন্তে সহযোগিতা না করেন তবে পুলিশের তদন্ত আরও জটিল হতে পারে এবং এর ফলে কিভাবে মামলা এগোবে তা সময়ই বলবে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/govinda-marriage-trouble-rumors/