Rape Case: গোপনাঙ্গে রড, পড়ল ২৮ টি সেলাই! নারকীয় লালসার শিকার পাঁচ বছরের শিশু

breakingnews অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শিবপুরী জেলায় (Shivpuri) পাঁচ বছরের এক শিশুকে (5 year old girl) প্রতিবেশী এক বছর সতেরোর কিশোর ধর্ষণ (Rape Case) করেছে বলে অভিযোগ। রবিবার রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে নির্যাতিতাকে এবং বর্তমানে গোয়ালিয়রের (Gwalior) কমলা রাজা হাসপাতালের (Kamala Raja Hospital) আইসিইউতে (ICU) মৃত্যুর সাথে লড়াই করছে সে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/27/dead-body-found-in-ahiritola-ghat-in-kolkata/

পুলিশ সূত্রে খবর গত ২২ ফেব্রুয়ারি এই নৃশংস ঘটনাটি (Rape Case) ঘটেছে। ঐদিন বাড়ি থেকে হঠাৎ‌ই নিখোঁজ হয়ে যায় শিশুটি। প্রায় ঘন্টা দুয়েক পর অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাকে। তাঁর মাথা, মুখ, চোয়াল এবং গোপনাঙ্গে অজস্র আঘাতের চিহ্ন ছিল‌। জ্ঞান ফিরে আসার পর সে জানায় তাকে কোলে বসিয়ে খারাপ কিছু করা হয়েছে তার সঙ্গে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে চিকিৎসকরা মেয়েটিকে বাঁচানোর বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। মেয়েটির মুখে এবং গোপনাঙ্গে গুরুতর কামড়ের চিহ্ন লক্ষ্য করেন তারা। সঙ্গে তারা এ‌ও জানান যে, শিশুটির যৌনাঙ্গে রডজাতীয় কোন বস্তু জোর করে ঢোকানোর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কোলন। সেই আঘাতের (Rape Case) মাত্রা এতটাই ছিল যে তার গোপনাঙ্গে ২৮টি সেলাই (28 Stitches) পড়েছে এবং কোলোস্টোমি (Colostomy) করতে হয়েছে।এইমুহূর্তে তার অবস্থা খানিক স্থিতিশীল হলেও পুরোপুরি বিপদমুক্ত নয় সে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত (Accused) কিশোর মেয়েটিকে তার বাড়ির ছাদ থেকে কাছের একটি পরিত্যক্ত বাড়িতে লোভ দেখিয়ে নিয়ে যায়। সেই সময় ছেলেটি মদপ্য অবস্থায় ছিল। সেখানে সে তার উপর যৌন নির্যাতন চালায়। শুধু তাই নয় বারবার তার মাথা দেয়ালে ধাক্কা দিতে থাকে। মেয়েটিকে তার ছোট ভাই এবং অন্যান্য বাচ্চারা দেখতে পায়। তাদের চিৎকারে অভিযুক্ত মেয়েটিকে রেখে পালিয়ে যায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পরিবারের দাবি অভিযুক্তকে হয় ফাঁসি দেওয়া হোক নয়তো রাস্তার মোড়ে গুলি করে মারা হোক। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সোমবার শিবপুরীর জেলাশাসক অফিসে রাজনৈতিক বিভেদ ভুলে বিজেপি-কংগ্রেস এবং স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। তারা জেলাশাসক এবং পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে অপরাধীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া (Jyotiraditya M. Scindia) তাঁর সাংসদীয় এলাকায় ঘটে যাওয়া এই নারকীয় ধর্ষণের ঘটনার (Rape Case) সমালোচনা করেছেন এবং নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।