নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দলের একটি বড় সভা আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই সভার পর সন্ধ্যায় মমতা নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের (Bhavanipur) ৮ জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিশেষ বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই বৈঠকে ভবানীপুর কেন্দ্রের রাজনৈতিক শক্তি (Political power) বাড়ানোর জন্য বার্তা দিয়েছেন এবং চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/mamata-ipac-political-strategy/
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ওই সভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ভোটার তালিকা নিয়ে সজাগ থাকার কথা বলেন।তিনি বলেন,আগামী বিধানসভা নির্বাচনে (Assembly Election) ২১৫ টি আসন নিশ্চিত করতে হবে।অভিষেক ঠিকই বলেছে,আরও বেশি আসন পাওয়ার চেষ্টা করতে হবে।এর পরেই,সমাবেশ (Assembly) শেষে সন্ধ্যায় মমতা নিজের কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন,যেখানে ভবানীপুরের উন্নয়ন এবং রাজনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
তৃণমূল সূত্রে খবর,মমতা নিজে ভবানীপুরের উন্নয়ন,রাস্তা মেরামত,পানীয় জল সরবরাহ,নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক পরিষদেবগুলোর দ্রুত সমাধান করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেন।গত লোকসভা নির্বাচনে,ভবানীপুরে কিছু অঞ্চলে বিজেপির অগ্রগতি (BJP’s progress) তৃণমূলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।বিশেষ করে ৬৩,৭০,৭১,৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়ে গিয়েছিল,যা তৃণমূলের জন্য চ্যালেঞ্জ (Challenge) ছিল।এই কারণে মমতা (Mamata Banerjee) কাউন্সিলরদের ওই এলাকাগুলোর সংগঠন আরও শক্তিশালী করতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে বলেছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
রাজনৈতিক বিশেষকদের মতে, ভবানীপুরের এই বৈঠক বিশেষ গুরুত্বের দাবি রাখে,কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections) প্রভাব ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পড়তে পারে।তৃণমূল (TMC) এই কেন্দ্রকে আরও শক্তিশালী করার জন্য কোনো ধরণের ঝুঁকি নিতে রাজি নয় এবং মমতা (Mamata Banerjee) নিজে সরাসরি নেতৃত্ব দিয়ে এই পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করেছেন।
এছাড়া,২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের (TMC) ফলাফল তেমন সন্তোষজনক ছিল না,যতোবে দল এখন থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।