নিউজ পোল ব্যুরো: বিশ্ব রাজনীতিতে (Global Politics) নতুন এক নজিরবিহীন ঘটনা ঘটল ওয়াশিংটনে (Washington)। ইউক্রেন যুদ্ধ (Ukraine War) নিয়ে মার্কিন নীতি কী হবে, তা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তবে শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে, এই আলোচনায়(Donald Trump- Volodymyr Zelenskyy) তীব্র বাক্যুদ্ধ (Verbal Clash) শুরু হয়ে যায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। ট্রাম্পের কড়া অবস্থান এবং জেলেনস্কির পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজনা চরমে পৌঁছায়।
হোয়াইট হাউসের ওভাল অফিসে (Oval Office) শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ভবিষ্যৎ এবং আমেরিকার সমর্থন নিয়ে আলোচনার মাঝেই রীতিমতো তীব্র বাগ্যুদ্ধে জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রপ্রধান। উত্তপ্ত পরিস্থিতির জেরে বাতিল হয়ে যায় বহু প্রতীক্ষিত খনিজ চুক্তি (Mineral Deal)।বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, কোনও শান্তিচুক্তি (Peace Agreement) না হলে আমেরিকা ইউক্রেনকে সমর্থন করবে না। তিনি বলেন, “তোমরা খুব বিপদে আছ এবং এই যুদ্ধে জয়ী হবে না।” ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, “আমরা এখনও আমাদের দেশেই আছি এবং দুর্বল হয়ে পড়িনি। আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
তবে ট্রাম্প এখানেই থামেননি। তিনি জেলেনস্কিকে অভিযুক্ত করে বলেন, “তুমি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছ। তৃতীয় বিশ্বযুদ্ধের (World War III) ঝুঁকি বাড়াচ্ছ।” পাশাপাশি, তিনি দাবি করেন যে আমেরিকা ইউক্রেনকে ৩৫০ বিলিয়ন ডলার (Billion Dollar Aid) সহায়তা করেছে, যার ফলে যুদ্ধ এখনও চলছে। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, “এই একই কথা আমি পুতিনের (Vladimir Putin) কাছেও শুনেছি।” উপস্থিত ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স (J.D. Vance)। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং বলেন, “এটা আলোচনার বিষয়, মিডিয়ার সামনে এগোনোর দরকার নেই।” তবে উত্তপ্ত পরিবেশে আলোচনা(Donald Trump- Volodymyr Zelenskyy) দীর্ঘস্থায়ী হয়নি। বৈঠকের পর ট্রাম্প এক্স (X, আগের টুইটার) মাধ্যমে জানান, “ওভাল অফিসে বসে জেলেনস্কি আমেরিকাকে অপমান করেছেন। তিনি শান্তিচুক্তির জন্য প্রস্তুত থাকলে তবেই ফিরে আসবেন।” এই সংঘাত বিশ্ব রাজনীতিতে (Global Politics) নতুন বিতর্কের জন্ম দিয়েছে।