IND Vs NZ: টানা দুই রবিবার দুই ফাইনালের বদলা নেওয়ার লক্ষ্যে রোহিতরা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: পাকিস্তানের বিরুদ্ধে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হেরেছিল ভারত। গত রবিবার তার বদলা নিয়েছিলেন রোহিতরা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে ছুটি করে দিয়েছিলেন মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাক দলের। এই রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড (IND Vs NZ)। এদিনও আরেক ফাইনালের বদলা পূরণের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।

আরও পড়ুনঃ Pakistan cricket: আক্রম স্বার্থপর! পাকিস্তান দলকে এক বছরের মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন শুধু যোগরাজ-ই

আরও পড়ুনঃ Champions Trophy: বাবররা ছিটকে যাওয়ায় বিশাল ক্ষতির মুখে পাকিস্তান, কী হবে এবার?

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে ২০০০ সালেও একই প্রতিযোগিতার ফাইনাল হেরেছিল ভারত। সে সময় অবশ্য টুর্নামেন্টের নাম ছিল, আইসিসি নকআউট ট্রফি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ফাইনাল হারে মেন ইন ব্লু। সৌরভের শতরানের পরও ক্রিস কেয়ার্নস দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ বের করে নিয়ে চলে যান। সেই থেকেই আইসিসি প্রতিযোগিতার মঞ্চে ভারত-নিউজিল্যান্ড (IND Vs NZ) দ্বৈরথ এক আলাদা মাত্রা পেয়েছে।

তবে মজার বিষয় হচ্ছে, এই ফাইনালের পর এই প্রথমবারের মত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড (IND Vs NZ)। গত রবিবারও তেমনই দৃশ্যপট ছিল। চলতি প্রতিযোগিতার আগে শেষবার ২০১৭ সালেই বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর তার ফাইনালে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। খুব স্বাভাবিকভাবেই তাই সেই ম্যাচের পর গত রবিবার প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে একে অপরের বিরুদ্ধে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সেই ম্যাচ জিতে বদলা পূরণ করেই ফেলেছে রোহিত বাহিনী। এবারে লক্ষ্য কিউইরা। ২০০০ সালের ফাইনাল হারের বদলা নিতে হবে। যদিও খেলার মাঠে ‘বদলা’ শব্দটি সত্যি কথা বলতে পুরোপুরি অযৌক্তিক। আগে কী হয়েছে তা কেউ মাথায় রাখে না। দিনের দিন যে স্নায়ুকে বশে রাখতে পারবে সেই রাজা।