নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার দিনটি বজরংবলী পুজোর (Bajrangbali Puja) জন্য বিশেষ দিন। ৪ মার্চ,২০২৫ মঙ্গলবারের (Tuesday) রাশিফলে (Horoscope) জানানো হয়েছে, মেষ থেকে তুলা রাশির জাতকদের জন্য কেমন কাটবে দিনটি। আসুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল (Horoscope)।
মেষ: আপনি বাড়ির কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মনোনিবেশ করবেন (Horoscope)। বেশ কিছু অতিরিক্ত দায়িত্ব (Responsibility) আপনাকে নিতে হতে পারে। তবে আপনি তা ভালোভাবে সামলাবেন। আপনার কর্মক্ষেত্রে (Workplace) পুরনো কোন ভুল সামনে আসতে পারে। তা নিয়ে আপনাকে তিরস্কৃত হতে পারে। বাড়ির পরিচ্ছন্নতা (Cleanliness) ও রক্ষণাবেক্ষণে সে বিশেষ নজর রাখবেন।
বৃষ: যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে সেটা ফেরত দেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসার শুরুতে কিছু বিলম্ব হতে পারে, কারন কিছু সমস্যা (Problem) দেখা দেবে। যদি আপনি কোন চুক্তি (Agreement) বা অংশীদারিতে (Partnership) যুক্ত হন তবে এতে কিছু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। পুরনো আর্থিক বিষয়গুলো মীমাংসা (Settlement) করা উচিত।
আরও পড়ুন:Horoscope: সোমবার সারাদিন আপনার কেমন কাটবে?
মিথুন: নতুন কাজের পরিকল্পনা (Planning) নিয়ে আপনি এগিয়ে যাবেন সৃজনশীল (Creative) কাজে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। আপনার কিছু ইচ্ছা পূর্ণ হতে পারে। সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা জনসভা বৈঠকের (Meeting) অংশ নিয়ে নিজেকে আরো পরিচিত করতে পারবেন। শিল্প সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক মনোভাব থাকবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/for
কর্কট: পারিবারিক জীবন (Family life) নিয়ে কিছু অশান্তি হতে পারে বাবা-মায়ের সঙ্গে সম্পর্কের কিছু সমস্যা (Problem) তৈরি হতে পারে। আপনি আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করতে আরো চেষ্টা করবেন। বন্ধুরা আপনার বাড়িতে একটি পার্টি করতে আসতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রতি মনোযোগ থাকতে হবে না হলে কোন ভুল হতে পারে।
তুলা: আপনি নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন যারা আপনাকে ভালো সমর্থন দিতে পারবে। রাজনীতি ও উন্নয়নশীল ব্যক্তিদের প্রতি একটু সতর্ক (Be careful) থাকতে হবে। তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সফলতা পাবেন। বাড়িতে কিছু নতুন ইলেকট্রিক ডিভাইস Electric (device) আনতে পারেন। যানবাহন ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুন:Horoscope: রবিবারের রাশিফল, প্রেম পরিসংখ্যান এবং কাজের সম্ভাবনা