East Bengal FC: আই‌এস‌এল ভুলে এশিয়ার মঞ্চ স্মরণীয় করে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল

ক্রীড়া ফুটবল

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: একটা দলের বয়স সবে মাত্র দু’বছর কি তাও হয়নি। আর আরেকটা দলের ইতিহাস একশ বছরের। এমন‌ই এক নবীন-প্রবীণের লড়াই দেখতে চলেছে যুবভারতী (VYBK)। নবীন দলটির নাম এফকে অর্কাদগ (FK Arkadag)। আর প্রবীণ দলটি ইস্টবেঙ্গল (East Bengal FC)। বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) মুখোমুখি হবে যারা। আইএস‌এলের (ISL) প্লে-অফ (Play Off) স্বপ্ন এবারের মতো শেষ ইস্টবেঙ্গলের। এবার তাই এশিয়ার (Asia) মঞ্চে মশাল জ্বালানোর লক্ষ্যে বদ্ধপরিকর তারা।

আরও পড়ুন: Virat Kohli: এলেন, খেললেন, কাজ শেষ করলেন না কেন?

চলতি মরশুমে এশিয়ার মঞ্চে ভারতের একমাত্র শিবরাত্রির সলতে ইস্টবেঙ্গল (East Bengal)। আই‌এস‌এলে ভরাডুবির মাঝেও ভুটানে এএফসি চ্যালেঞ্জের গ্রুপ লিগে অপরাজিত ছিল অস্কার ব্রুঁজোর ছেলেরা। এবার নক-আউটেও সেই সাফল্য‌ই ধরে রাখতে চান কোচ ব্রুঁজো। তবে কাজটা খুব একটা সহজ হবে না। কারণ প্রতিপক্ষ নবাগত হলেও ইতিমধ্যেই তুর্কমেনিস্তানের প্রধান ফুটবল লিগ জয়ী হয়েছে তারা পরপর দুবছর। ২০২৩ সালের এপ্রিলে আত্মপ্রকাশ ঘটলেও তুর্কমেনিস্তান ফুটবলের অন্যতম শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে অর্কাদগ।

নতুন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে এদিন প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ ব্রুঁজো বলেন, “আই‌এস‌এল অতীত। তাই আইএস‌এল নিয়ে ভাবছি না। এ‌এফসিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব আমরা‌। দেশের সম্মানের কথা ভেবে খেলবে ছেলেরা। প্রতিপক্ষ নতুন। তাদের হালকাভাবে নিচ্ছি না। ওদের শারীরিক গঠন আমাদের থেকে ভাল। তবে আমাদের দলেও ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় রয়েছে।“ অর্কাদগের সদ্য মরশুম শুরু হয়েছে। সেইদিকে থেকে ইস্টবেঙ্গল মরশুমের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এইসময় ফুটবলারদের মধ্যে তাজাভাব অনেকটাই কমে যায়। সেইদিক থেকে সমস্যায় পড়বে না তো তাঁর দল? এই প্রশ্নের উত্তরে‌ তিনি বলেন, “পেশাদার ফুটবলে এটা কোন সমস্যায় না। বরং খেলার মধ্যে থাকার কারণে আমরাই এগিয়ে শুরু করব।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আই‌এস‌এলে রেফারিং নিয়ে বরাবর অভিযোগ জানিয়ে এসেছে লাল হলুদ শিবির। এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ কোচ বলেন, “আমি এই বিষয়ে কোন কথা বলতে চাই না। অজুহাতের কোন জায়গা নেই।“ বুধের ম্যাচে দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীকে চোটের কারণে পাবে না ইস্টবেঙ্গল। অধিনায়ক সউল ক্রেসপো জানান আনোয়ারের অনুপস্থিতি বুঝতে দেবে না দলের বাকি ফুটবলাররা। সেমিফাইনালে উঠে ইতিহাস তৈরি করতে মুখিয়ে আছে পুরো ড্রেসিংরুম। অন্যদিকে নতুন হলেও ইস্টবেঙ্গলকে কড়া টক্কর দিতে প্রস্তুত অর্কাদগ। আগামী ১২ মার্চ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে তুর্কমেনিস্তান পাড়ি দেবে টিম রেড অ্যান্ড গোল্ড। তার আগে ঘরের মাঠেই অর্কাদগকে হারিয়ে আই‌এস‌এলের ক্ষতে প্রলেপ দিতে চায় তারা।